A.R. Rahman: তিনি সবার প্রিয়, কিন্তু এ আর রহমানের পছন্দের গায়ক কে? ভালবাসেন কোন সিনেমা?
A.R. Rahman News: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, সঞ্চালক এ আর রহমানের কাছ থেকে জানতে চান যে, সঙ্গীতশিল্পী নিজে তো সবার প্রিয়?

কলকাতা: তাঁর সুর যেন কানের মধ্যে দিয়ে গিয়ে মন ছুঁয়ে যায় সবার। গোটা দেশের মিউজিক কম্পোজারদের মধ্যে একেবারে প্রথমের সারিতে নিজের জায়গা দীর্ঘদিন ধরে বজায় রেখেছেন তিনি। কিন্তু, তাঁর প্রিয় কে? কোন গান, কার গান বারে বারে শুনতে পছন্দ করেন এ আর রহমান (A.R. Rahman)? সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, এ আর রহমান বললেন তাঁর প্রিয় শিল্পী আর প্রিয় গানের কথা। অনুরাগীরা যে শিল্পীকে সঙ্গীতের একেবারে প্রথম সারিতে বসিয়েছেন, তিনি কাকে বসিয়েছেন তাঁর মনের মণিকোঠায়?
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, সঞ্চালক এ আর রহমানের কাছ থেকে জানতে চান যে, সঙ্গীতশিল্পী নিজে তো সবার প্রিয়। সবার হৃদয়ের আসনেই জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু এই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রিয় কে। এই প্রশ্নের উত্তরে এ আর রহমান জানান, তিনি ১৯৯২ সালে মুক্তি পাওয়া 'রোজা' ছবির গানগুলি বারে বারে শুনতে পারেন। প্রত্যেকটা গান তাঁর মনের খুব কাছের। এই সিনেমায় পর্দায় দেখা গিয়েছিল অরবিন্দ স্বামী ও মধুকে। তামিল এই সিনেমার গান এখনও সাধারণ মানুষের মধ্যেও ভীষণভাবে জনপ্রিয়।
প্রিয় শিল্পীর প্রসঙ্গ উঠলে এ আর রহমান বলেন, 'নৌশাদ সাব, এস ডি বর্মণ, সলিল চৌধুরী, আর ডি বর্মণ, শঙ্কর আহসান লয়, অমিত ত্রিবেদী, প্রতীকের মতো যে সমস্ত স্বাধীন কম্পোজার ও সঙ্গীতশিল্পী রয়েছেন, তাঁদের গান আমি সর্বদা শুনতে পারি। ভীষণ ভালবাসি। এখন অনেক নতুন নতুন স্বাধীন গায়ক উঠে আসছেন। তাঁরা প্রত্যেকেই ভীষণ ভাল গান। আমি তাঁদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই।' পাশাপাশি এ আর রহমান এ ও জানান, তিনি মার্ভেলের সিনেমা দেখতে ভীষণ পছন্দ করেন।
সঙ্গীতশিল্পী জানান, তিনি তাঁর টিমকে নিয়ে মাঝেমধ্যেই সিনেমা দেখতে যান, আর সবাই আর পাঁচ জনের মতো মার্ভেলের সিনেমা দেখতে ভীষণ ভালবাসেন। তবে কেবল সিনেমার গল্প নয়, এই সিনেমার মিউজিক ও খুব পছন্দ তাঁর ও তাঁর টিমের সবার। এ আর রহমান জানান, তিনি সাধারণ মানুষদের মতোই মার্ভেলের মিউজিক ভালবাসেন। সঙ্গীতশিল্পীর কথায়, 'মাঝে মাঝে, আমরা ২০-৩০ জন মিলে মার্ভেলের সিনেমা দেখতে চলে যাই। আমরা বসি একেবারে পিছনের দিকে। পছন্দমতো পপকর্ন নিয়ে নিই। আর তারপরে, গোটা টিম মিলে উপভোগ করি। ২-৩ মাসে একবার না একবার এই রুটিন টা তো আমাদের হয় ই।' মার্ভেলের কোন চরিত্র তাঁর প্রিয়, এই প্রশ্ন এলে, এ আর রহমান জানান, কোনও বিশেষ চরিত্র নয়, সবটা মিলিয়েই তাঁর ভাল লাগে।






















