এক্সপ্লোর
'বাহুবলী' অতীত, সংযুক্ত আরব আমিরশাহীর এক ব্যবসায়ী হাজার কোটি বিনিয়োগ করবেন 'মহাভারত' তৈরির জন্যে
!['বাহুবলী' অতীত, সংযুক্ত আরব আমিরশাহীর এক ব্যবসায়ী হাজার কোটি বিনিয়োগ করবেন 'মহাভারত' তৈরির জন্যে A Uae Based Indian Businessmans Spending Rs 1000 Crore For The Mahabharata 'বাহুবলী' অতীত, সংযুক্ত আরব আমিরশাহীর এক ব্যবসায়ী হাজার কোটি বিনিয়োগ করবেন 'মহাভারত' তৈরির জন্যে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/18102235/Mahabharat.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ‘বাহুবলী’ ছবিটি তৈরির সঙ্গে সঙ্গে বদলে গেছে ভারতীয় সিনেমা সম্পর্কিত প্রচলিত ভাবনাচিন্তা। যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ‘বাহুবলী’তে তার সঙ্গে যেকোনও আন্তর্জাতিক ছবিকে তুলনা করা যায়। ‘বাহুবলী’তে ভিএফএক্স-এর ব্যবহার ছবিটিকে এক অন্যমাত্রা দিয়েছে। কিন্তু বলিউডে কানাঘুষোয় শোনা যাচ্ছে এক অন্য কথা। এবার ‘বাহুবলী’র ঝাঁ চকচকে প্রযুক্তিও অতীত হতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহীর এক ভারতীয় ব্যবসায়ী প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন ভারতে ‘মহাভারত’ তৈরির জন্যে।
ছবির নাম হবে ‘দ্য মহাভারত’, নির্দেশনা করবেন চলচ্চিত্র পরিচালক ভি.এ শ্রীকুমার মেনন। ‘মহাভারত’ তৈরি হবে দুটি ভাগে। সেপ্টেম্বর ২০১৮ থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির। ‘মহাভারতে’র প্রথম পর্যায়টি মুক্তি পাবে ২০২০ সালে।
ছবিটি শ্যুট করা হবে ছটি ভাষায়। ইংরাজি, হিন্দি, মালায়লাম, কানাড়া, তামিল, তেলেগু। এছাড়া অন্য বিদেশী ভাষায় ছবিটি ডাবও করাও হবে। সূত্রের দাবি এই ছবিতে অভিনয় করতে চলেছেন বহু নামজাদা ভারতীয় এবং বিদেশী অভিনেতা-অভিনেত্রী।
ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মভূষণ, জননপীঠজয়ী এম.টি বাসুদেবেন নায়ার। তিনি মনে করেন এই ছবি একশোটিরও বেশি ভাষায় তৈরি করা হবে এবং তিরিশ কোটি জনতা দেখবে এই ছবি। এই ছবির আলাদা বৈশিষ্টই একে এক অন্যমাত্রা দেবে অন্য ছবির তুলনায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)