এক্সপ্লোর
Advertisement
'আমার মতো প্যাড হাতে পোজ দিন তো দেখি', অমিতাভ-শাহরুখ-সলমনকে চ্যালেঞ্জ আমিরের
মুম্বই:অক্ষয় কুমারের 'প্যাডম্যান'-এর মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই ছবি ঘিরে আগ্রহ বাড়ছে। সিনেমার প্রযোজকরা প্রচারের জন্য একটা কৌশল নিয়েছেন। তা হল '#প্যাডম্যান চ্যালেঞ্জ'। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে গেলে একজনকে স্যানিটারি প্যাড হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। সেই সঙ্গে তাঁর বন্ধুদের চ্যালেঞ্জ জানাতে হয়।
প্রথম যিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি হলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। 'ঠগস অফ হিন্দুস্তান' সিনেমার লুকে প্যাড হাতে একটি ছবি পোস্ট করেছেন। শুধু তাই নয়, আমির তাঁর 'বন্ধু' সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সলমন খানকেও এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
আমির লিখেছেন, 'হ্যাঁ, আমার হাতে প্যাড। এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। পিরিওড। খুবই স্বাভাবিক! আমি এই চ্যালেঞ্জ জানাচ্ছি অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সলমন খানকে'।
Thank you @mrsfunnybones Yes, that’s a Pad in my hand & there's nothing to be ashamed about. It's natural! Period. #PadManChallenge. Copy, Paste this & Challenge your friends to take a photo with a Pad. Here I am Challenging @SrBachchan , @iamsrk & @BeingSalmanKhan pic.twitter.com/lY7DEevDmD
— Aamir Khan (@aamir_khan) February 2, 2018
আমির খানকে অনেক সময়ই শাহরুখ ও সলমনের সঙ্গে তুলনা করা হয়। আমির বলেন, ওরা তাঁর বন্ধু। 'ঠগস অফ হিন্দুস্তান'-এ আমির অমিতাভের সঙ্গে কাজ করেছেন। এতে দুজনের সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বেড়েছে।
এখন প্রশ্ন, আমিরের মতো তাঁর বন্ধুরাও কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন?
আর বল্কি পরিচালিত প্যাডম্যান-এ অক্ষয় কুমার, সোনম কাপূর ও রাধিকা আপ্তের মতো শিল্পীরা প্রধান ভূমিকায় রয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement