RRR Update: রাম চরণ ও জুনিয়র এনটিআরের সঙ্গে 'নাটু নাটু' গানে পা মেলালেন আমির খান
RRR Update: আমির খান অনুষ্ঠানে রাম চরণ ও এনটিআর জুনিয়রকে জিজ্ঞেস করেন যে ছবিতে তাঁদের বিখ্যাত গান 'নাটু নাটু'-র নাচের স্টেপ কীভাবে করলেন। আমিরের বক্তব্য যে তিনি ওই নাচের স্টেপ কখনওই করতে পারতেন না।
নয়াদিল্লি: গানের তালে পা মেলালেন বলিউড তারকা আমির খান (Aamir Khan)। সঙ্গী আসন্ন ছবি 'আর আর আর'-এর অভিনেতা এনটিআর জুনিয়র (NTR Jr) ও রাম চরণ (Ram Charan)। সম্প্রতি এক ইভেন্টে ধরা পড়ল তাদের নাচের দৃশ্য। হাজির ছিলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli) ও আলিয়া ভট্টও (Alia Bhatt)। 'আর আর আর' (RRR) ছবির গোটা টিম প্রচারের জন্য হাজির হয়েছিলেন রাজধানী দিল্লিতে। সেখানেই ফ্যান ইভেন্টে তাঁদের সঙ্গে যোগদান করেন আমির খান।
আমির খান এই সময়ে রাম চরণ ও এনটিআর জুনিয়রকে জিজ্ঞেস করেন যে ছবিতে তাঁদের বিখ্যাত গান 'নাটু নাটু'-র নাচের স্টেপ কীভাবে করলেন। আমিরের বক্তব্য যে তিনি ওই নাচের স্টেপ কখনওই করতে পারতেন না।
View this post on Instagram
আমির খান বলেন, 'তোমরা কী প্রচণ্ড দ্রুত স্টেপ করছিলে।' আলিয়া সেই শুনে বলেন, যে খুবই সহজ স্টেপ ওটা। তিনি নিজেও চেষ্টা করেছেন। সবশেষে আলিয়া ও আমির নাচে যোগ দিলেন এনটিআর জুনিয়র ও রাম চরণের সঙ্গে। এরপর দর্শকাসন থেকে অনুরাগীদেরও স্টেজে ডেকে নেন আমির খান।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ ও অলিভিয়া মরিস। তেলুগু এই পিরিয়ড ড্রামা মুক্তি পাচ্ছে ২৫ মার্চ।
আরও পড়ুন: The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস' অনেকাংশে কাল্পনিক? গুজব উড়িয়ে সরব পল্লবী যোশী