Lagaan Film: ব্রিটেনেই এবার 'লগান' প্রদর্শন? ছবির ২১ বছর পূর্তিতে এল নতুন খবর
Lagaan Film Update: এদিকে, যুক্তরাজ্যের ব্রডওয়ে থিয়েটারে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের বিজয়ের উপর ভিত্তি করে একটি সিনেমা দেখা ব্যাপারটা বেশ আকর্ষণীয় হবে।
নয়াদিল্লি: 'লগান: ওয়ান্স আপন এ টাইম' (‘Lagaan: Once Upon A Time’)। ২০০১ সালের ১৫ জুন মুক্তিপ্রাপ্ত ছবি। আমির খানের (Aamir Khan) কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ কাজ। ২১ বছর পরে এখনও যে ছবির নাম সকলের মুখে মুখে ঘোরে। এখনও যে ছবির হাজার হাজার অনুরাগী। আর এত বছর পর ফের শিরোনামে সেই ছবি। কেন?
শিরোনামে 'লগান'
তৃতীয় ভারতীয় ছবি হিসেবে অস্কারে মনোনয়ন থেকে শুরু করে অন্যান্য একাধিক পুরস্কার, সবসময়েই শিরোনামে থেকেছে 'লগান'।
এই ধারা বজায় রেখে ফের 'লগান' ছবির মুকুটে ফের নতুন পালক। সূত্রের খবর, 'লন্ডনের একাধিক প্রথম সারির প্রযোজক আমির খান প্রোডাকশনসের কাছে এই ছবির স্বত্ব চেয়েছে। 'ওয়েস্ট এন্ড থিয়েটার'-এ (West End Theater) বিশেষ ঘোষণা হতে পারে শীঘ্রই।'
'দ্য ওয়েস্ট এন্ড থিয়েটার' হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম থিয়েটার ব্রডওয়ের সমতুল্য। তবে সূত্রের খবর, আমির খানের প্রযোজনা সংস্থা এখনও কোনও সিদ্ধান্তে আসেনি। নির্মাতাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে এই ছবি নিয়ে। যার মধ্যে রয়েছে সিনেমাটির একটি বিশ্বব্যাপী সফর করা যা মূল কলাকুশলীদের নিয়ে হবে।
এদিকে, যুক্তরাজ্যের ব্রডওয়ে থিয়েটারে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের বিজয়ের উপর ভিত্তি করে একটি সিনেমা দেখা ব্যাপারটা বেশ আকর্ষণীয় হবে। ১৮৯৩ সালে ভারতে ব্রিটিশের শাসনকালে রানি ভিক্টোরিয়ার আমলের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। আমির খান অভিনীত আশুতোষ গোয়াড়েকর পরিচালিত এই ছবি আজও একইভাবে সমাদৃত।
২১ বছর পেরিয়ে এল আমির খান প্রোডাকশনের প্রথম ছবি 'লাগান'। সূত্রের খবর, এই উপলক্ষ্যে আমিরের বাড়িতে রিইউনিয়ন পার্টিতে উপস্থিত থাকবেন 'লগান'-এর কলাকুশলীরা।
প্রসঙ্গত, আমির খান আপাতত তাঁর আগামী ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে ব্যস্ত, যা মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। ছবিতে দেখা যাবে করিনা কপূর খান, মোনা সিংহ, নাগা চৈতন্য আক্কিনেনি।