Aamir Khan Son Junaid: দ্বিতীয় ছবির জন্য় প্রস্তুতি শুরু আমির পুত্র জুনেদের, বিপরীতে সাই পল্লবী?
Aamir Khan: সুনীল পান্ডের পরিচালনায় ছবি তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে।
কলকাতা: প্রথম ছবি এখনও মুক্তি পায়নি। এরইমধ্যে দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিয়েছেন আমির খান পুত্র জুনেদ খান। (Aamir Khan Son) যশরাজ ব্য়ানারের এই ছবিতে শোনা যাচ্ছে জুনেদের বিপরীতে থাকবেন সাই পল্লবী। ছবির গল্প মূলত প্রেমের।
বলিউউ (bollywood) সূত্রের খবর অনুযায়ী, এরই মধ্য়ে শুরু হয়ে গেছে এই ছবির প্রি প্রোডাকশানের কাজ। সুনীল পান্ডের পরিচালনায় ছবি তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে।
একটি সাক্ষাৎকারে আমির খান জুনেদ সম্পর্কে বলেন,'জুনেদ ছবিতে অভিনয় করবে কিনা সেটা সম্পূর্ণ ওর ব্যপার। নিজের জীবন পরিচালনা করা এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া উচিত। আমি তার হতে এই সিদ্ধানত নিতে চাই না। আমি এটি তার উপর ছেড়ে দিয়েছি। জুনেদের অভিনয়ের প্রতি আগ্রহ আছে। সৃজনশীল জগতের প্রতিও ছোট থেকেই ওর ঝোঁক। তবে সিনেমার থেকে থিয়েটার করতে বেশি আগ্রহী সে। জুনেদ (Junaid Khan) খুবই উজ্জ্বল ও প্রতিভাবান। তাই নিজের পথ সে নিজেই খুঁজে নিতে পারবে।'
আরও পড়ুন...
শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ অল্লু অর্জুন, পরিচালন অ্য়াটলি ও নয়নতারার জন্য় দিলেন বিশেষ বার্তা
উল্লেখ্য়, বলিউডে জুনেদের পা রাখার আগে আমির বলেছিলেন,' বাবা হিসেবে আমি সবসময় ছেলেমেয়েদের স্বাধীনতা দিয়েছি যাতে তাঁরা যা যা হতে চায় তাই হতে পারে। আমার ছেলে কখনও আমার কাছে কাজ চায়নি। আমিও কখনও তাকে কাজের প্রস্তাব দিই নি। ও নিজেই বিভিন্ন ছবির জন্য কাস্টিং ডিরেক্টরদের কাছে গিয়েছে। ১৫ বারেরও বেশি প্রত্যাখ্যাত হয়েছে। অবশেষে ও নিজের জোরেই একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে। সদ্য ও শ্যুটিংও শেষ হয়েছে। আমি যদি চাইতাম আমার ছেলের জন্য কাজ খুঁজে দিতে পারতাম বা কাউকে বলতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। আমি বিশ্বাস করি যদি কারও নিজস্ব প্রতিভা থাকে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। যদি কেউ না কাজটা জানে, তাহলে কিছুই হবে না।'
প্রসঙ্গত, পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকমের জীবন এবার ছবির পর্দায় আনছেন আমির খান। বলিউড সূত্রের খবর অনুযায়ী, পরিচালক অবিনাশ অরুণ এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 'ইতিমধ্য়েই এই ছবি নিয়ে আমির খানের সঙ্গে আলোচনা হয়েছে।' ছবির শ্য়ুটিং কবে থেকে শুরু হবে সে সম্পর্কে কিছু জানা যায় নি। তবে জানা যাচ্ছে এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাতে পারেন দীনেশ ভিজান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial