Amir Khan: গুরু নানকের ভূমিকায় অভিনয় করছেন আমির খান? অভিনেতা ফাঁস করলেন সত্যিটা...
Aamir Khan News: আমিরের টিম থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এই টিজারটি এআই জেনারেটেড। আমির খান এই ধরণের কোনও ছবিতে অভিনয় করছেন না

কলকাতা: এবার গুরু নানকের ভূমিকায় অভিনয় করছেন আমির খান (Amir Khan)? সদ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি পোস্টার। সেখানে আমির খানকে দেখা যাচ্ছে একেবারে গুরু নানকের বেশে। সেই থেকেই শুরু হয়েছিল গুঞ্জন। নতুন কোনও ছবি করছেন আমির খান? সেখানে তাঁকে দেখা যাবে গুরু নানকের বেশে? আজ সেই পোস্টার নিয়ে প্রথমবার মুখ খুললেন আমির। আমিরের টিম থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এই টিজারটি এআই জেনারেটেড। আমির খান এই ধরণের কোনও ছবিতে অভিনয় করছেন না। টিজারটি একেবারেই ভুয়ো। ২৫শে এপ্রিল, কোনও প্রোডাকশন হাউসের সঙ্গে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ ছাড়াই একটি ইউটিউব চ্যানেল আমির খান এবং করিনা কাপূর অভিনীত গুরু নানকের জীবনী নির্ভর একটি 'টিজার' শেয়ার করে। বিতর্ক বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই বলেছিল যে চ্যানেলটি অফিসিয়াল নয় এবং টিজারটি AI-জেনারেটেড বলে মনে হচ্ছে।
আমির খানের আনুষ্ঠানিক বিবৃতি
এখন, আমির খান নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন। তাঁর মুখপাত্রের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে: "আমির খানকে গুরু নানক হিসেবে দেখানো পোস্টারটি সম্পূর্ণ ভুয়ো এবং AI-জেনারেটেড। আমির খানের এ ধরণের কোনও প্রকল্পের সাথে কোনও সম্পর্ক নেই। তিনি গুরু নানকের জন্য সর্বোচ্চ সম্মান রাখেন এবং কখনোই অসম্মানজনক কিছুর অংশ হবেন না। অনুগ্রহ করে ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।"
ভুয়ো 'আমির খান গুরু নানক হিসেবে' টিজারটি কী ছিল?
AI ব্যবহার করে তৈরি করা ভুয়ো টিজারটিতে আমির খানকে শিখ ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা গুরু নানক হিসেবে সাজানো দেখানো হয়েছিল। এতে ভুলভাবে দাবি করা হয়েছিল যে ছবিটি টি-সিরিজ প্রযোজনা করছে, যদিও টিজারটি শেয়ার করা চ্যানেলের টি-সিরিজের সঙ্গে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ ছিল না। ২৫শে এপ্রিল আপলোড হওয়ার পর থেকে, টিজারটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ভুল তথ্য ছড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর পরে আমির খান (Amir Khan)। এর আগেই মন্নত-এ মেরামতির কাজ হওয়ার জন্য মন্নত ছেড়েছেন শাহরুখ। উঠে গিয়েছেন পালি হিলসের একটি বাড়িতে। আর এবার বান্দ্রা ছাড়লেন আমির খান। বান্দ্রা ভার্গো কোঅপারেটিভ সোসাইটিতে থাকতেন আমির। কিন্তু জানা যাচ্ছে, সেই আবাসন ভেঙে ফেলা হবে। সেখানে গড়ে উঠবে একটি বিলাসবহুল আবাসন। প্রত্যেকটা বিল্ডিং-ই হবে বহুতল, সঙ্গে থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টগুলির সবকটিই হবে সমুদ্রমুখী। ফলে এর দাম বেশ অনেকটাই বাড়বে। প্রত্যেক বর্গফুটের দাম হতে পারে ১ লাখ টাকা। সেই কারণেই অন্যান্য অ্যাপার্টমেন্টের সঙ্গে ভাঙা পড়বে আমির খানের অ্যাপার্টমেন্ট ও। সেই কারণেই পালি হিলসের নতুন একটি আবাসন কিনেছেন আমির। সেই আবাসনটি প্রায় হাজার বর্গফুটের। ৯ কোটি টাকা দিয়ে এই আবাসন কিনেছেন আমির। তবে শোনা যাচ্ছে, নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গেলে ফের সেখানে উঠে যেতে পারেন আমির।
View this post on Instagram






















