এক্সপ্লোর
রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করবেন আমির

মুম্বই: ‘দঙ্গল’-এ প্রাক্তন কুস্তিগীর ও কোচ মহাবীর সিংহ ফোগতের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে সবার নজর কেড়ে নেন আমির খান। তাঁর এই ছবি বক্স অফিসে নয়া রেকর্ড গড়েছে। এবার ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে দেখা যাবে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। তিনি রাকেশ শর্মার ভূমিকায় অভিনয় করবেন। সিদ্ধার্থ রায় কপূর নিজের প্রোডাকশন হাউস খুলেছেন। রায় কপূর ফিল্মসের উদ্বোধন করেই তিনটি ছবি করার কথা ঘোষণা করেছেন সিদ্ধার্থ। সেই তিনটি ছবিরই একটি রাকেশ শর্মার বায়োপিক। এই ছবি পরিচালনা করবেন মহেশ মাথাই। আমির বর্তমানে ‘থাগস অফ হিন্দোস্তান’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফও অভিনয় করছেন। এরপরেই রাকেশ শর্মার বায়োপিকে দেখা যাবে আমিরকে। রায় কপূর ফিল্মস আরও একটি ছবি করবে বিজেন্দ্র সিংহ নামে এক ব্যক্তিকে নিয়ে। উত্তরাখণ্ডে বন্যার সময় বিজেন্দ্রর স্ত্রী নিখোঁজ হয়ে যান। ১৯ মাস ধরে খোঁজার পর তিনি স্ত্রীকে খুঁজে পান। এই ঘটনা নিয়েই ছবি হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















