এক্সপ্লোর
সোশ্যাল মিডিয়ায় 'লাল সিং চড্ডা'-র ছবি আপলোড করলেন আমির খান
গোলাপী পাগড়ি আর চেক শার্ট, লম্বা দাড়ি, আর মুখে নিষ্পাপ হাসি, এমনই এক পাঞ্জাবির ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন আমির খান। নিচে লেখা, ‘আমি লাল, লাল সিং চড্ডা’।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান, নার্সি মোনজি কলেজ থেকে ক্লাস টুয়েলভ পাসের পর তাঁর কাকা নাসির হুসেনকে পরিচালনায় সাহায্য করার জন্যে চলে আসেন ক্যামেরার পিছনে। তারপর আমিরের সফর আমাদের সকলেরই জানা।
মুম্বই: গোলাপী পাগড়ি আর চেক শার্ট, লম্বা দাড়ি, আর মুখে নিষ্পাপ হাসি, এমনই এক পাঞ্জাবির ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন আমির খান। নিচে লেখা, ‘আমি লাল, লাল সিং চড্ডা’। আসলে ভালো করে দেখলে বোঝা যাবে পাঞ্জাবির বেশের পিছনে লুকিয়ে রয়েছেন আমির স্বয়ং। এই নতুন সাজ তাঁর নতুন ছবির প্রধান চরিত্রের জন্য। ছবির নাম ‘লাল সিং চড্ডা’।
বহু প্রতীক্ষিত এই ছবিতে আমিরের ফার্স্ট লুক সামনে আসতেই তা আলোড়ন ফেলে দেয় তাঁর ভক্তদের মধ্যে। তাঁকে সরল শান্ত পাঞ্জাবি ভদ্রলোকের লুকে দারুন মানিয়েছে। এই ছবিতে বলিউডের 'মিঃ পারফেকসানিস্টের' বিপরীতে দেখা যাবে করিনা কপূরকে। আমির খান শারীরিকভাবে অক্ষম এক পাঞ্জাবির ভূমিকায় অভিনয় করবেন ছবিতে। ‘লাল সিং চড্ডা’-র কাহিনী লিখেছেন অতুল কুলকারনি, পরিচালনা করছেন অদ্ভিত চন্দন। ২০২০ সালের বড়দিনে প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবি।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















