Abhishek-Aishwarya: বিচ্ছেদের জল্পনায় সরগরম, জানেন কীভাবে শুরু হয়েছিল অভিষেক-ঐশ্বর্য্য়ের প্রেম?
Abhishek Bacchan and Aishwarya Rai Bachchan: ২০০৭ সালে বিয়ে হয় অভিষেক-ঐশ্বর্য্যের। তখন থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। সম্প্রতি ভাইরাল হয়েছে ২০১৮ সালে অভিষেক বচ্চনের দেওয়া একটি সাক্ষাৎকার।
![Abhishek-Aishwarya: বিচ্ছেদের জল্পনায় সরগরম, জানেন কীভাবে শুরু হয়েছিল অভিষেক-ঐশ্বর্য্য়ের প্রেম? Abhishek Bacchan and Aishwarya Rai Bachchan love story early time Entertainment News Bollywood Abhishek-Aishwarya: বিচ্ছেদের জল্পনায় সরগরম, জানেন কীভাবে শুরু হয়েছিল অভিষেক-ঐশ্বর্য্য়ের প্রেম?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/fbe8aada33dcd0dbb524e838abef885c172316963271449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বলিউডে এখন চর্চার কেন্দ্রে অভিষেক বচ্চন (Abhishek Bacchan) আর ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সম্পর্ক। তাঁদের বিচ্ছেদের গুঞ্জন এখন চারিদিকে। অনেকদিন থেকেই শোনা যাচ্ছে একসঙ্গে থাকছেন না অভিষেক ও ঐশ্বর্য্য। আরাধ্যাকে নিয়ে নাকি আলাদা থাকছেন ঐশ্বর্য্য, অন্যদিকে বাবা-মায়ের সঙ্গেই থাকছেন অভিষেক। বচ্চন পরিবারের ভাঙনের খবর নিয়ে আরও জল্পনা বাড়ে অম্বানি পরিবারের বিয়েতে। সেই বিয়েতে মেয়েকে নিয়ে একা এসেছিলেন ঐশ্বর্য্য, আর বাবা অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) আর জয়া বচ্চন (Joya Bacchan)-এর সঙ্গে এসেছিলেন অভিষেক। কিন্তু জানেন কি? কীভাবে শুরু হয়েছিল অভিষেক ঐশ্বর্য্যের প্রেম? সিনেমার সেট থেকেই শুরু হয়েছিল তাঁদের গল্পের মতো প্রেম। সেই প্রেমে ভাঙন ধরায় দুঃখিত অনুরাগীরা। জানেন কী, কোন সিনেমার সেট থেকে প্রেমের গল্প শুরু হয়েছিল তাঁদের?
২০০৭ সালে বিয়ে হয় অভিষেক-ঐশ্বর্য্যের। তখন থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। সম্প্রতি ভাইরাল হয়েছে ২০১৮ সালে অভিষেক বচ্চনের দেওয়া একটি সাক্ষাৎকার। সেখানে তিনি বলেছেন, নিজের সম্পর্ক নিয়ে। অভিষেক জানিয়েছিলেন, ১৯৯৯ সালে প্রথম, 'ঢাই অক্ষর প্রেম কি' (Dhai Akshar Prem Ke) ছবির একটি ফটোশ্যুটের জন্য প্রথম দেখা হয়েছিল অভিষেক আর ঐশ্বর্য্যের। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। ধীরে ধীরে, একের পর এক কাজ করতে করতে সেই বন্ধুত্ব আরও গাঢ় হয়। এরপরে, উমরাও জান (Umrao Jaan) ছবিতে কাজ করার সময়, নিজেদের সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যেতে চান অভিষেক-ঐশ্বর্য্য। সেখান থেকেই তাঁদের বিয়ের ভাবনা।
২০১১ সালে কন্যাসন্তানের জন্ম দেন ঐশ্বর্য্য। সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, তিনি চেয়েছিলেন ঐশ্বর্য্য যেন কখনও অভিনয় না ছেড়ে দেয়। চিরকালই বিয়ে নিয়ে একটা সুন্দর চিত্রই তুলে ধরতে চেয়েছিলেন অভিষেক ঐশ্বর্য্য। একে অপরের পাশে থাকা, একটা পরিবার.. সব কিছুতেই তাঁদের বলা হত 'আইডিয়াল কাপল'। কিন্তু কেন তাঁদের মধ্যে এই সম্পর্কের ভাঙন, সেই উত্তরই এখন খুঁজছে সবাই।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)