Dasvi Film on OTT: ওটিটিতে অভিষেক বচ্চনের আগামী ছবি 'দশভি' মুক্তির তারিখ ঘোষণা
Dasvi Film on OTT: 'হিন্দি মিডিয়াম', 'অংরেজি মিডিয়াম' ও 'বালা' ছবির নির্মাতাদের আগামী কাজ 'দশভি'। এই ছবিতে গঙ্গারাম চৌধুরীর ভূমিকায় দেখা যাবে জুনিয়র বচ্চনকে।
মুম্বই: সোমবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আগামী ছবি 'দশভি'র (Dasvi) টিজার পোস্ট করলেন বলিউড তারকা অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। একই সঙ্গে ছবির ওটিটিতে মুক্তির তারিখও ঘোষণা করেন তিনি। 'জিও সিনেমা' (Jio Cinema) ও 'নেটফ্লিক্স'-এ (Netflix) এই ছবিটি মুক্তি পাচ্ছে ৭ এপ্রিল।
এদিন নিজের ইনস্টাগ্রামে সিনেমার টিজার শেয়ার করেন অভিনেতা। সেখানে ছবিতে তাঁর চরিত্রের খানিক ঝলকও দেখতে পাওয়া গেল। জেলবন্দি এক আসামীর চরিত্রে দেখা যাবে তাঁকে, যে তাঁর শিক্ষার অধিকার (Right to education) নিয়ে কণ্ঠ তুলবেন।
এছাড়া ছবির একটি নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। যেখানে সাদা পাজামা-পাঞ্জাবি পরে দেখা যাচ্ছে অভিনেতাকে। বেশ কিছু বইয়ের তাকের মাঝে একটি টেবিলে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
View this post on Instagram
টিজার শেয়ার করে অভিনেতা লেখেন, 'একজন ছাত্রের তরফ থেকে অপর ছাত্রের উদ্দেশে, দশমের পরীক্ষার জন্য শুভেচ্ছা! দশভি ৭ এপ্রিল থেকে দেখা যাবে জিও সিনেমা ও নেটফ্লিক্সে।'
আরও পড়ুন: Web Series Review: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আনদেখি সিজন ২’-‘হোম কামিং’-'রুদ্র', মন ছুঁতে পারল কি?
'হিন্দি মিডিয়াম', 'অংরেজি মিডিয়াম' ও 'বালা' ছবির নির্মাতাদের আগামী কাজ 'দশভি'। এই ছবিতে গঙ্গারাম চৌধুরীর ভূমিকায় দেখা যাবে জুনিয়র বচ্চনকে। সোশ্যাল কমেডি ঘরানার এই ছবিতে নিম্রত কৌর, ইয়ামি গৌতমও অভিনয় করেছেন। তুষার জলোটা এই ছবি দিয়েই পরিচালনায় পা রাখছেন।