'Fatafati' Teaser: দোলের দিন প্রকাশ্যে 'ফাটাফাটি'র রঙিন টিজার
'Fatafati': 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও' ছবি দুটির বিপুল সাফল্যের পর পরিচালক অরিত্র মুখোপাধ্যায় তাঁর তৃতীয় ছবি নিয়ে একেবারে তৈরি। আসছে 'ফাটাফাটি'।
কলকাতা: দোলের দিনে (Holi 2023) রঙিন পোস্টে প্রকাশ্যে এল 'ফাটাফাটি'র (Fatafati) নতুন টিজার। ছবির দুই মুখ্য চরিত্রকে দেখা গেল রঙের উৎসবে মেতে উঠতে। আগামী ১২ মে, মুক্তি পাচ্ছে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) অভিনীত এই ছবি।
রঙের উৎসবে প্রকাশ্যে 'ফাটাফাটি' টিজার
আজ দোল। গোটা সোশ্যাল মিডিয়া ভাসছে রঙিন ছবি, ভিডিও ও রিলে। আর এই বিশেষ দিনেই 'উইন্ডোজ প্রোডাকশন'-এর তরফে দোলের শুভেচ্ছা এল 'ফাটাফাটি' রূপে। দেখা গেল ছবির দুই মুখ্য চরিত্র একে অপরকে মাখিয়ে দিচ্ছেন আবির। আদুরে সেই টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'এই রঙের উৎসবে আবির শুধু আকাশে-বাতাসে নয়, কারুর বাসায় আর ভালবাসায় ও। আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে আসছে উইনডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি 'ফাটাফাটি '। শুভ মুক্তি - ১২ই মে ।'
View this post on Instagram
প্রসঙ্গত, চলতি বছরের গ্রীষ্মকালে মুক্তি পাবে এই ছবি। অরিত্র মুখোপাধ্যায়ের শেষ ছবি 'বাবা, বেবি ও' মুক্তি পায় গত বছর, 'উইন্ডোজ'-এর ব্যানারেই। অন্যদিকে এই প্রযোজনা সংস্থার সঙ্গে 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি'র পর ফের জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসকে উইন্ডোজ বেছে নিয়েছিল এই ছবির প্রথম লুক প্রকাশের জন্য। পর্দায় আবীর ও ঋতাভরীকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। ফার্স্ট লুকের একটি ছবিতে দেখা যায় স্ত্রীকে জড়িয়ে ধরে রয়েছেন পর্দার স্বামী। পরের ছবিতেই দেখা যায় যত্ন সহকারে স্ত্রীর শাড়ির কুঁচি ঠিক করে দিচ্ছেন স্বামী। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'প্রত্যেকটা মেয়ে এমন একজন ভালোবাসার মানুষ চায় যে সারা জীবন শুধু তার হাত নয়, প্রয়োজনে শাড়ির কুচিটাও ধরবে! এই ভ্যালেন্টাইন্স ডে আর মোটামুটি নয়, কাটুক ফাটাফাটি!' নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত এই ছবি।
আরও পড়ুন: Sid-Kiara Holi: 'মিসেসের সঙ্গে প্রথম হোলি', সেলফি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা সিড-কিয়ারার
উল্লেখ্য, গত মাসের ৪ তারিখ, 'ফাটাফাটি' মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় এবারের গরমের ছুটি কাটবে ফাটাফাটি। কারণ 'ফাটাফাটি' মুক্তি পাচ্ছে গ্রীষ্মকালে (Summer Release)। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও' ছবি দুটির বিপুল সাফল্যের পর পরিচালক অরিত্র মুখোপাধ্যায় তাঁর তৃতীয় ছবি নিয়ে একেবারে তৈরি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও (Swastika Dutta)