Abir-Mimi-Victor: মিমিকে 'হজম করা কঠিন', ভিক্টরের চোখে আবির সুস্বাদু 'রেজালা'
Abir-Mimi-Victor funny Video: আবির চট্টোপাধ্যায়? তিনি নাকি ভিক্টরের চোখে 'রেজালা'। বর্ষীয়ান অভিনেতার উত্তর শুনে বেশ খুশি আবির। এরপরেই আসে মিমির নাম। ভিক্টর তাঁকে বললেন 'ফুচকা'।
![Abir-Mimi-Victor: মিমিকে 'হজম করা কঠিন', ভিক্টরের চোখে আবির সুস্বাদু 'রেজালা' Abir-Mimi-Victor: Abir Chakraborty and Victor Banerjee named people as food in team Roktobeej, know in details Abir-Mimi-Victor: মিমিকে 'হজম করা কঠিন', ভিক্টরের চোখে আবির সুস্বাদু 'রেজালা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/26/620d5179cfbacf539d37b94c82c481c4169573237539649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একে অপরের সঙ্গে একটা ছবিতে কাজ করা মানেই, অনেকটা চিনে ফেলা। আর সেই ছবি যদি আউটডোর শ্যুটিং হয়, তাহলে তো কোনও কথাই নেই। একসঙ্গে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সময় কাটানো.. একে অপরের পছন্দ অপছন্দ সম্পর্কে জেনেও ফেলা যায় এই সুযোগে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)-এর তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। আর সেখানে আবির চট্টোপাধ্যায় (Abir Chateerjeee) ও ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) বলছেন, কোন নায়ক বা নায়িকাকে তুলনা করা যায় কোন খাবারের সঙ্গে।
অনুসূয়া মজুমদার (Anashua Majumdar)-কে ভিক্টর বলেন মিষ্টি দই। আবিরের মতে আবার তিনি সুক্তো। যাঁর হাত ধরে যে কোনও কাজ শুরু করলে বাকি সবকিছুই ভাল লাগে। এই ছবিতে ভিক্টরের বোনের ভূমিকায় দেখা যাবে অনুসূয়াকে। এরপরেই আসে ভিক্টরের নাম আর তাঁকে নাম দেওয়ার পালা আবিরের। অভিনেতা বলছেন, 'ভিক্টরদা বললেই মনে পড়ে পার্ক স্ট্রিটের আভিজাত্য। বসে, আয়েশ করে খেতে হবে এমন কোনও খাবার। যেন দার্জিটিং চা।'
আর আবির চট্টোপাধ্যায়? তিনি নাকি ভিক্টরের চোখে 'রেজালা'। বর্ষীয়ান অভিনেতার উত্তর শুনে বেশ খুশি আবির। এরপরেই আসে মিমির নাম। ভিক্টর তাঁকে বললেন 'ফুচকা'। আবিরের চোখে অবশ্য তিনি পোলাও আর খাসির মাংস। 'একটা বেশ রেওয়াজি ব্যাপার আছে তবে হজম করতে জানতে হবে, নইলেই গোলমাল।'
পরিচালকদ্বয়ও বাদ গেলেন না এই নামকরণের খেলা থেকে। আবিরের চোখে নন্দিতা রায় (Nandita Roy) হলেও কোনও ভাল সন্দেশ। মাঝে মঝে বকুনির জন্য আবির তাঁকে কড়া পাকের সন্দেশ বলতেই বেশি পছন্দ করলেন। তবে ভিক্টরের চোখে তিনি খুব বোরিং.. অনেকটা ভিজানো ছোলার মতোই। তবে দুই অভিনেতাই একমত হলেন শিবপ্রসাদের ব্যাপারে। তাঁকে নাকি ঘি-ভাত বলা যায়। সঙ্গে আবির বলেন, 'শিবুদা সন্ধেবেলায় রাতের খাবার খেয়ে নেন। আর তাই, ওই ইউনিটের সঙ্গে কাজ করলে এমনিতেই একটা নিয়মে চলে যাই সবাই।' এই ছবিতে কাজ করছেন সত্যমও। আবিরের মত তিনি প্রোটিন শেক। দেবাশীষ কালাকাঁদ ও দেবলীনা কুমার (Devleena Kumar)-চিকেন তন্দুরী। এছাড়াও রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। তাঁকে আবির তুলনা করেছেন মিষ্টি দইয়ের সঙ্গে।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)