ABP Exclusive: 'অভিযাত্রিক'-এর সফরে অর্জুনদা, অর্পিতাদির থেকে অভিনয়ের খুঁটিনাটি শিখেছি'
ABP Live Exclusive: পর্দায় মুক্তির আগে 'সাদা-কালো' ছবি 'অভিযাত্রিক'-এর রঙিন গল্প শোনালেন অভিনেতা শুভ্র এস দাস।
![ABP Exclusive: 'অভিযাত্রিক'-এর সফরে অর্জুনদা, অর্পিতাদির থেকে অভিনয়ের খুঁটিনাটি শিখেছি' ABP Exclusive: Actor Subhra shares her experience of working in Avijatrik ABP Exclusive: 'অভিযাত্রিক'-এর সফরে অর্জুনদা, অর্পিতাদির থেকে অভিনয়ের খুঁটিনাটি শিখেছি'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/920f80563fdb7624168644c9136cf9d8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পর্দায় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয়, বেনারসে শ্যুটিং, সব মিলিয়ে 'অভিযাত্রিক' তাঁর কাছে মনে রাখার মত একটা সফর। শ্যুটিং শেষে বেনারসের আরতি দেখা ছিল অন্যতম আকর্ষণ। পর্দায় মুক্তির আগে 'সাদা-কালো' ছবি 'অভিযাত্রিক'-এর রঙিন গল্প শোনালেন অভিনেতা শুভ্র এস দাস।
'অভিযাত্রিক' ছবির শ্যুটিং হয়েছিল কলকাতা, বেনারস ও বোলপুরের বিভিন্ন অংশে। কেমন ছিল কাজের অভিজ্ঞতা? শুভ্র বলছেন, 'অভিযাত্রিক-এ স্বাধীনতা সংগ্রামীর চরিত্রটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। অনেক বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আর শ্যুটিংয়ের বাইরে ভীষণ আকর্ষণ ছিল গঙ্গায় নৌকা করে বেড়ানো। বেনারসে আমি আগেও গিয়েছি। ওখানকার আরতি আমার ভীষণ ভালো লাগে। শ্যুটিং শেষ করে ছবির কলাকুশলীদের সঙ্গে বেরিয়ে পরতাম। গঙ্গার বুকে নৌকা করে আরতি দেখার অভিজ্ঞতা কখনও ভুলব না।'
পর্দায় অর্পিতা চট্টোপাধ্যায়ের ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। বেশিরভাগ দৃশ্যই ছিল অর্পিতা আর অর্জুন চক্রবর্তীর সঙ্গে। শুভ্র বলছেন, 'বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুবিধা হচ্ছে, তাঁদের দেখে অনেক কিছু শেখা যায়। অর্পিতাদি আমায় অনেক সাহায্য করেছেন। অনেক সময় এমনও হয়েছে, আমায় সংলাপ শিখিয়ে দিয়েছেন। ছোট্ট আয়ুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো। সেটে একটা বাচ্চা থাকলে মন ভালো হয়ে যায় সবার। তাছাড়াও সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে '
শ্যুটিংয়ের বাইরেও কাজের অভ্যাস করতেন শুভ্র। বলছেন, ' শ্যুটিং শেষ হলে সোহাগদির সঙ্গে চরিত্রটা নিয়ে আলোচনা করতাম, সংলাপ অভ্যাস করতাম। অভিনয় আমার ভালোবাসা। যে চরিত্রের অফার পাই সেটাই স্বপ্নের মত লাগে। প্রাণ দিয়ে চেষ্টা করি যথাযথ অভিনয় করার।'
সাদায় কালোয় আঁকা নস্ট্যালজিয়া। সত্য়জিৎ রায়ের স্মৃতি উস্কে পর্দায় অপুর গল্প ফিরিয়ে আনছেন শুভ্রজিৎ মিত্র। তাঁর পরিচালিত নতুন ছবি 'অভিযাত্রিক' ৬০ বছর পর পর্দায় ফেরাচ্ছে অপুর নস্ট্যালজিয়াকে। এই ছবির মূখ্যচরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। সেইসঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায় ও সব্যসাচী চক্রবর্তী সহ আরও একঝাঁক অভিনেতা অভিনেত্রীরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)