Anu Malik: 'শ্রেষ্ঠ বাঙালি খাবার খেয়েছিলাম', কিশোর কুমারের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণায় অনু মালিক
Anu Malik on Kishore Kumar: কিশোর কুমারের বাড়িতে যেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছিল অনু মালিকের। 'দ্য কপিল শর্মা শো'-এ এসে শোনালেন সেই গল্পই। চলল আরও আড্ডা, মজা।
মুম্বই: 'দ্য কপিল শর্মা শো'-এ (The Kapil Sharma Show) হাজির জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক অনু মালিক (Composer and Singer Anu Malik)। অনুষ্ঠানে এসে প্রয়াত কিংবদন্তি গায়ক কিশোর কুমারের (Kishore Kumar) সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি ভাগ করলেন, শোনালেন একাধিক গল্প। জানালেন কীভাবে কিশোর কুমার নিজের বাড়িতে অনু মালিককে আমন্ত্রণ জানিয়েছিলেন।
কিশোর কুমারের বাড়িতে যেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছিল অনু মালিকের। সেই গল্প শোনাতে গিয়ে বলেন, 'আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যে কিশোর কুমার জি-র সঙ্গে দুপুরের খাওয়া সেরেছি। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং অমিত (অমিত কুমার) ছিল গৌরী কুঞ্জে, সেই সময়ে "দাদা" আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তখন বাড়িতে কিশোর দাকে ছাড়া আর কেউ ছিল না। আমি শ্রেষ্ঠ বাঙালি খাবার খেয়েছিলাম সেদিন! মাছ ভাজা, ভাত, আরও কত কী... এবং সিঙাড়াও ছিল।'
কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma) সঞ্চালিত এই বিখ্যাত শোয়ে বিশেষ অতিথি হিসেবে আসছেন অনু মালিক। সঙ্গে থাকবেন অমিত কুমার (Amit Kumar) ও সাধনা সরগম (Saadhna Sargam)।
আরও পড়ুন: IMDb Top Indian Films of 2021: বছরের সেরা ছবি ‘জয় ভীম’, সেরা ওয়েবসিরিজ ‘অ্যাসপিরেন্ট’; বলছে আইএমডিবি
স্মৃতিচারণ করতে করতে তিনি আরও বলেন, 'ওঁর প্রতি আমার অদ্ভুত একটা ভাল লাগা ছিল... এবং দাদা তখন আমার সমানে বসে। কে. এল. সইগল (K. L. Saigal) সাবের একটা প্রতিকৃতি ছিল। প্রথমবার দেখে চমকে উঠেছিলাম, বিশাল ছিল ব্যাপারটা। সেখানে দাদা শ্রদ্ধা জানাতেন।'
View this post on Instagram
'দ্য কপিল শর্মা শো' দেখা যায় শুধুমাত্র সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে। অনু মালিকের সঙ্গীত পরিচালনার ভক্ত অনেকেই। একটানা বহু বছর তিনি একাই দাপিয়ে বেরিয়েছেন গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।