ABP Exclusive: প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া ঐতিহাসিক চরিত্রদের পর্দায় তুলে আনবে সপ্তাশ্বের 'কিংবদন্তি'
প্রথম বিশ্বযুদ্ধের গল্প উঠে আসবে রুপোলি পর্দায়। নাহ, হলিউড কিম্বা বলিউড নয়, এই গল্প বলা হবে একেবারে খাঁটি বাংলায়।
![ABP Exclusive: প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া ঐতিহাসিক চরিত্রদের পর্দায় তুলে আনবে সপ্তাশ্বের 'কিংবদন্তি' ABP Exclusive: Director Saptaswa Basu is going to direct a new film named Kimbadanti on the backdrop of first world war ABP Exclusive: প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া ঐতিহাসিক চরিত্রদের পর্দায় তুলে আনবে সপ্তাশ্বের 'কিংবদন্তি'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/08/e2a11ffd3b9fdc8bbb7fa24a4e1ee5cc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রথম বিশ্বযুদ্ধের গল্প উঠে আসবে রুপোলি পর্দায়। নাহ, হলিউড কিম্বা বলিউড নয়, এই গল্প বলা হবে একেবারে খাঁটি বাংলায়। টলিউডে প্রথম বিশ্বযুদ্ধ আর সেই যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা কিছু ভারতীয়ের বীরগাথা বলবে সপ্তাশ্ব বসু (Saptaswa Basu) পরিচালিত ও রক্তিম চট্টোপাধ্যায় (Raktim Chatterjee) প্রযোজিত ছবি 'কিংবদন্তি' (Kimbadanti)।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক। পোস্টারে সেনার পোশাকে বেশ কিছু মানুষকে দেখা যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে পরিচালক জানিয়েছিলেন, এই ছবিতে কাদের দেখা যাবে তাই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কী গল্প বলবে এই ছবি? জানতে এবিপি লাইভ ফোন করেছিল পরিচালকে। সপ্তাশ্ব বললেন, 'কিংবদন্তি অতিমানবিয় ছবি হতে চলেছে। আমরা দেখেছি ভালো বিষয়বস্তু থাকলে যে কোনও আঞ্চলিক ছবি বলিউডকে হার মানাতে পারে। আমরা 'পুষ্পা'-র সাফল্য দেখেছি। 'স্পাইডারম্যান' (স্পাইডারম্যান-নো ওয়ে হোম)-দেখতে প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের ভিড় আমাদের বুঝিয়েছে মানুষ ভালো ছবি দেখতে এখনও সিনেমাহলে আসতে আগ্রহী। আমরা বড় স্কেলে এমন একটি ছবি বানানোর চেষ্টা করছি যেটার বিষয়বস্তু শুনে মানুষের আগ্রহ হয় প্রেক্ষাগৃহে ছবিটা দেখতে আসার। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটি অ্যাডভেঞ্চার ড্রামা 'কিংবদন্তি'।
করোনা আক্রান্ত শুভশ্রী, পরমব্রত, বনি, পিছিয়ে যাচ্ছে 'ডাঃ বক্সী'-র শ্যুটিং
ছবির পোস্টারে যোদ্ধাদের ছবি স্পষ্ট। শ্যুটিংয়ে যুদ্ধের দৃশ্য থাকছে? সপ্তাশ্ব বলছেন, 'আউটডোর আর ইনডোর দু'জায়গাতেই ভিএফফক্সের কাজ থাকবে। বাংলা ছবির ক্ষেত্রে আমরা অনেকসময় দেখি, কেবলমাত্র দুর্বল স্পেশাল এফেক্টেসের কাজের জন্য ছবিটা নড়বড়ে হয়ে যায়। 'কিংবদন্তি'-র ক্ষেত্রে এমন হোক আমরা চাইনি। সেজন্য আমরা 'রেড চিলিজ'-এর সঙ্গে যোগাযোগ করেছি। ওদের স্পেশাল এফেক্টসের কাজ বিখ্য়াত। প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে। সংস্থার তরফ থেকে চিত্রনাট্য চাওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ভিএফএক্সের কাজটা ভালো করে করতে পারব বলেই আশা করছি। আর প্রথম বিশ্বযুদ্ধ খুব সংবেদনশীল একটা বিষয়। সেসময় ভারত পরাধীন ছিল। ইংরেজরা অনেক ভারতীয়কে জোর করে যুদ্ধ করতে নিয়ে যেত। অনেকেই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাতেন। সেইসব বীরেদের ইতিহাস মনে রাখেনি। আমরা তাঁদের কথা জানিও না তেমন। সেইরকম কিছু মানুষের গল্পকেই তুলে ধরবে 'কিংবদন্তি'। চিত্রনাট্যের প্রয়োজনে কল্পনার আশ্রয় নিতে হলেও ছবির সব চরিত্ররাই জীবন্ত ও সত্যি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)