ABP Live Exclusive: প্রকাশ্য়ে এল 'আবার বছর ২০ পর'-এর গান, কী বললেন কলাকুশলীরা?
তিলোত্তমার বুকে হয়ে গেল 'আবার বছর ২০ পর'-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠান।
কলকাতা: পাহাড়ের কোলে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে একদল বন্ধু। সামনে অস্ত যাচ্ছে সূর্য। বন্ধুত্বের দিনে প্রকাশ পেয়েছিল পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর ছবি আবার বছর ২০ পর- এর ফার্স্ট লুক। গোটা ছবির শ্যুটিংই হয়েছে পাহাড়ে। করোনাবিধি মেনেই শেষ হয়েছে ছবির কাজ। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সব ঠিক থাকলে এই শীতেই বড় পর্দায় মুক্তি পাবে 'আবার বছর ২০ পর'। নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়া, বাঁচতে ভুলে যাওয়া বন্ধুদের 'আবার বছর ২০ পর' যদি দেখা হয় তাহলে? এমনই অন্যরকম এক প্রেক্ষাপটে ছবির গল্পকে বুনেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত।তখন থেকেই দর্শকের মধ্য়ে উন্মাদনার পারদ চড়ছিল।
আরও পড়ুন...প্রকাশ্যে দেবশঙ্কর-জয়া এহসান-ব্রাত্য বসু অভিনীত 'ঝরা পালক'-র ট্রেলার
বিভিন্ন শহরে অবস্থিত বন্ধুরা কী ভাবে সমস্ত প্রতিকূলতাকে পরাজিত করেন এবং সকলে একসঙ্গে দেখা করেন, সেই নিয়ে তৈরি গোটা সিনেমা। সম্প্রতি 'আবার বছর ২০ পর'-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠানে ছবির কলকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। ছবি ও ছবির গান সমস্তটা নিয়েই আনন্দিত রণজয়।
আরও পড়ুন... 'এই দিনটা শুধু আমাদের', জন্মদিনে বাবার সঙ্গে থ্রোব্যাক ছবি পোস্ট ট্যুইঙ্কলের
হারিয়ে যাওয়া বন্ধুত্ব ফিরে আসবে ২০ বছর পর? নাকি আবার বন্ধুর ডাকে সংসার ছেড়ে ফিরবে না কেউ? ট্রেলারে বার বার দর্শকের মনে উঠে উঠে আসে এই প্রশ্নটাই। ছবি নিয়ে আত্মবিশ্বাসী এই ছবির অন্য়তম অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
আরও পড়ুন...আদরের টিনাকে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা অক্ষয় কুমারের
কিশোর বয়সের বন্ধুত্ব কেমন থাকে ২০ বছর পর? পুরনো স্মৃতি বেশি মনে থাকে নাকি পুরনো মনখারাপ? সব মিলিয়ে 'আবার বছর ২০ পর' বন্ধুত্বের গল্প। আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় তনুশ্রী চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির পর এই ছবি দর্শকের কতটা ভালোলাগে এখন অপেক্ষা সেটাই দেখার!