ABP LIVE Exclusive: সুরের জাদুতে শ্রোতাদের মাতাল নচিকেতা-ফরজানার ডুয়েট 'মিলিয়ে নিও'
বছরের শুরুতেই মুক্তি পেল নচিকেতা চক্রবর্তী ও ফরজানা সিফাতের নতুন গান 'মিলিয়ে নিও'।
কলকাতা:
২০২২ এর শুরুতেই হইহই করে মুক্তি পেল শ্রীজাত বন্দ্য়োপাধ্য়ায়ের লেখায় ও জয় সরকারের সুরে তৈরি গান 'মিলিয়ে নিও'। রোম্য়ান্টিক এই গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী ও ফরজানা সিফাত। এই গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন সৌমজিৎ আদক। সম্প্রতি এবিপি লাইভের সঙ্গে এক্লক্লুসিভ আড্ডায় এই গান তৈরির নৈপথ্য় কাহিনি শেয়ার করলেন জয় সরকার ও ফরজানা সিফাত। কলকাতা শহরেই হয়েছে এই গানের মিউজিক ভিডিও শুটের কাজ। জয় সরকার জানালেন, এখনকার সময়ে সকল গায়ক-গায়িকাই যে গান শিখে গান গাইতে আসে এমনটা নয়। তবে এক্ষেত্রে ফরজানা সিফাত সঙ্গীতশিল্পী হিসেবে অনেকটাই শিক্ষিত, এবং তিনি যথেষ্ট পরিমাণে গান-বাজনা শিখে সঙ্গীতের জগতে প্রবেশ করেছেন বলে তাঁর ধারণা। পাশাপাশি সঙ্গীতশিল্পী ফরজানা সিফাত জানান, নচিকেতা, শ্রীজাত ও জয় সরকারের মত ব্য়ক্তিত্বদের সঙ্গে কাজ করতে পেরে তিনি উচ্ছ্বসিত।
আরও পড়ুন...Dev Update: 'আমার করোনা পজিটিভের গুজব এখনও পর্যন্ত ভুল', পোস্টে আশ্বস্ত করলেন দেব
অন্য়দিকে সৌমজিৎ আদকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কেও জানাতে গিয়ে ফরজানা জানান, সৌমজিতের সঙ্গে কাজ করে তিনি স্বভাবতই খুশি। গানের মিউজিক ভিডিও শুট করার অভিজ্ঞতাও ভীষণ ভালো।
কথা প্রসঙ্গে উঠে জয় সরকার জানালেন নচিকেতা চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও।
নচিকেতা চক্রবর্তী ও ফরজানা সিফাতের নতুন গান 'মিলিয়ে নিও'তে রয়েছে দুই বাংলার সম্প্রীতির ছোঁয়া । এই গানের মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন শিল্পী নচিকেতা চক্রবর্তী ও ফারজানা সফিত নিজেই। মিউজিক ভিডিওটি সম্পাদনা করেছেন শিঞ্জন বসু। এই গান প্রসঙ্গে আরও কী কী বললেন জয় সরকার ও ফরজানা সিফাত, সেটা জানার জন্য় দেখুন এবিপি লাইভের এক্সক্লুসিভ সাক্ষাৎকার।
ABP LIVE Exclusive: নতুন বছরে সুরের জাদুতে শ্রোতাদের মাতাতে আসছে নচিকেতা-ফরজানার ডুয়েট 'মিলিয়ে নিও'