এক্সপ্লোর
আবরাম বিশ্বাস করে আমিই ওর ঠাকুর্দা, একসঙ্গে থাকি না বলে অবাক হয়ে যায়: অমিতাভ

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
মুম্বই: শাহরুখ খানের ছোট ছেলে আবরামের দৃঢ় বিশ্বাস, অমিতাভ বচ্চনই তার ঠাকুর্দা। তারা একসঙ্গে থাকে না বলে সে অবাক হয়ে যায়। এমনই জানিয়েছেন অমিতাভ। তিনি ইনস্টাগ্রামে আবরামের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শাহরুখের ছেলে ছোট্ট আবরাম মনে করে, বিশ্বাস করে এবং ওর বদ্ধমূল ধারণা, আমি ওর বাবার বাবা। শাহরুখের বাবা কেন তাঁর সঙ্গে থাকেন না, এটা ভেবে অবাক হয়ে যায় আবরাম।’
শাহরুখ ও অমিতাভ একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। ‘কভি খুশি কভি গম’ ছবিতে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। সেই ছবি দেখেই হয়তো আবরামের মনে হয়েছে, অমিতাভ তার ঠাকুর্দা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















