এক্সপ্লোর
Advertisement
গ্যাংস্টার অরুণ গাউলির মেয়ে যোগিতাকে লকডাউনের মধ্যেই বিয়ে করছেন মরাঠি অভিনেতা অক্ষয় ওয়াঘমারে
কুখ্যাত গ্যাংস্টার অরুণ গাউলির মেয়ে যোগিতা গাউলিকে আজ বিয়ে করছেন মরাঠি অভিনেতা অক্ষয় ওয়াঘমারে। মুম্বইয়ে গাউলির বাসভবনে অনাড়ম্বরভাবে হচ্ছে অনুষ্ঠান। লকডাউনের মধ্যেই অক্ষয়-যোগিতার গায়ে হলুদ হয়েছে। বিয়েতে হাজির থাকার কথা হাতে গোনা জনাকয়েক অভ্যাগতর।
মুম্বই: কুখ্যাত গ্যাংস্টার অরুণ গাউলির মেয়ে যোগিতা গাউলিকে আজ বিয়ে করছেন মরাঠি অভিনেতা অক্ষয় ওয়াঘমারে। মুম্বইয়ে গাউলির বাসভবনে অনাড়ম্বরভাবে হচ্ছে অনুষ্ঠান। লকডাউনের মধ্যেই অক্ষয়-যোগিতার গায়ে হলুদ হয়েছে। বিয়েতে হাজির থাকার কথা হাতে গোনা জনাকয়েক অভ্যাগতর।
মধ্য মুম্বইয়ের দাগাদি চাউলে অরুণ গাউলির প্রাসাদে হবে বিয়ের অনুষ্ঠান। এই এলাকা আগ্রিপাড়া পুলিশ থানার আওতায়, বিয়ের আগে নিয়ম মেনে জানানোও হয়েছে পুলিশকে। জানা গিয়েছে, লকডাউনে সোশ্যাল ডিসট্যান্সিং ও স্যানিটাইজেশনের সব নিয়মকানুন পালন করা হবে। যোগ দেবেন বর ও কনে পক্ষের মাত্র ৩-৪ জন করে অভ্যাগত। যোগিতা-অক্ষয়ের বিয়ে হওয়ার কথা ছিল ২৯ মার্চ কিন্তু লকডাউনের জেরে পিছিয়ে যায়।
অক্ষয়কে শেষ বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৮-য় মুক্তি পাওয়া মরাঠি ছবি দোস্তিগিরি-তে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement