Boman Irani OTT Debut: ওটিটিতে আত্মপ্রকাশ বোমান ইরানির, আসছে 'মাসুম'
Boman Irani OTT Debut: বোমান ইরানির মতে, 'আমি হটস্টারে মাসুমের সঙ্গে আমার দীর্ঘ প্রতীক্ষিত ডিজিটাল আত্মপ্রকাশ করেছি। এই বছর আমার কিছু প্রিয় সিরিজ তৈরি করছে এই সংস্থা।'
নয়াদিল্লি: সত্যের উদঘাটনে ব্রতী এক কন্যা। কিন্তু পরিবারের সকলেই যখন ভালবাসা আর সুরক্ষার আড়ালে সত্যিটা লুকোতে চাইছে তখন কাকে বিশ্বাস করবে সে? ফের একটা সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে হাজির হতে চলেছে 'ডিজনি প্লাস হটস্টার' (Disney+ Hotstar)। নাম 'মাসুম' (Masoom)। আর এই ওয়েব সিরিজের হাত ধরেই ডিজিট্যাল দুনিয়ায় (Digital Debut) পা রাখতে চলেছেন অভিনেতা বোমান ইরানি (Boman Irani)।
সাইকোলজিক্যাল থ্রিলারে বোমান ইরানি
ডিজনি প্লাস হটস্টারের নতুন প্রযোজনা 'মাসুম'। পঞ্জাবের ফালুলি অঞ্চলের গল্প দেখানো হবে এই সিরিজে। কপূর পরিবারের না জানা সত্যিগুলোর প্রকাশ্যে আনবে যার ফলে তাঁদের পরিবারে কালো মেঘ নেমেছে। একইসঙ্গে এই সিরিজে সময়ের সঙ্গে সম্পর্কের জটিলতা ও তার প্রভাবও প্রকাশ্যে আনবে। ১৭ জুন, ৬ পর্বের এই সিরিজ মুক্তি পাবে। এই সিরিজের হাত ধরেই ওটিটিতে প্রথম দেখা যাবে বোমান ইরানিকে। এবং তাঁর সঙ্গে থাকবেন সামারা তিজোরিকে। বাবা-মেয়ের সম্পর্কের জটিলতা পর্দায় ফুটিয়ে তুলবেন তাঁরা।
হটস্টার স্পেশাল 'মাসুম'-এর পরিচালক মিহির দেসাই। আইরিশ সিরিজ 'ব্লাড'-এর ভারতীয় সংস্করণ হতে চলেছে এই সিরিজটি। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মঞ্জরী ফড়নিশ, বীর রাজওয়ান্ত সিংহ, উপাসনা সিংহ, মনুঋষি চাড্ডা প্রমুখ।
View this post on Instagram
কী বলছেন পরিচালক?
পরিচালক মিহির দেসাই বলছেন, 'সত্য জানার জন্য একটি মেয়ের লড়াই যখন তার পুরো পরিবার এটি গোপন করার চেষ্টা করে, ঠিক এখান থেকেই মাসুমের গল্প শুরু হয়। তার মায়ের অকাল মৃত্যু পরিবারের রহস্য উদঘাটনে একটি অনুঘটক হয়ে ওঠে। বোমান ইরানি এবং সামারা তিজোরির সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। তাঁরা বাবা-মেয়ের মর্মস্পর্শী সম্পর্ককে চিত্রিত করেছেন।'
আরও পড়ুন: Nupur Sharma Prophet Row: 'এটা আফগানিস্তান নয়', নুপূরের পাশে দাঁড়িয়ে আর কী বললেন কঙ্গনা
বোমান ইরানির মতে, 'আমি হটস্টারে মাসুমের সঙ্গে আমার দীর্ঘ প্রতীক্ষিত ডিজিটাল আত্মপ্রকাশ করেছি। এই বছর আমার কিছু প্রিয় সিরিজ তৈরি করছে এই সংস্থা। সিরিজটি এমন একটি উইন্ডো যা আমার জন্য একটি নতুন জগত খুলে দেয় এবং আমাকে আরও শ্রোতাদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আমার রিল লাইফের মেয়ে সামারার সঙ্গে বাবার চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল। সামারার মতো তাজা প্রতিভা এবং অত্যন্ত প্রতিভাবান ক্রুদের কাজটি ভাল হয়েছে। আমি একজন তরুণ অভিনেতার শিল্পকে দেখে আনন্দ পেয়েছি এবং এটি আমাকেও বড় হতে সাহায্য করেছে।'