Nupur Sharma Prophet Row: 'এটা আফগানিস্তান নয়', নুপূরের পাশে দাঁড়িয়ে আর কী বললেন কঙ্গনা
Actor Kangana Ranaut backs Nupur Sharma : ' নূপুর তার মনের কথা স্বাধীনভাবে প্রকাশ করতেই পারেন। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন যে আমি দেখেছি ওঁকে সব ধরনের হুমকি দেওয়া হয়েছে। '
![Nupur Sharma Prophet Row: 'এটা আফগানিস্তান নয়', নুপূরের পাশে দাঁড়িয়ে আর কী বললেন কঙ্গনা Prophet Muhammad row: Actor Kangana Ranaut backs Nupur Sharma Nupur Sharma Prophet Row: 'এটা আফগানিস্তান নয়', নুপূরের পাশে দাঁড়িয়ে আর কী বললেন কঙ্গনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/08/1b855afca830e1836168d1a26658f1ee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Controversial Statement On Prophet Mohammad: টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিজেপি নেত্রী নুপূর শর্মার ( Nupur Sharma) বিতর্কিত মন্তব্য নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। এরই মধ্যে নেত্রীর (BJP Ex Spokesperson) পাশে এসে দাঁড়ালেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিনি বললেন, এটা তো আফগানিস্তান (Afghanistan) নয়, নিজের মতামত যে কেউ প্রকাশ করতেই পারেন।
কঙ্গনা বলেন, নূপুর তার মনের কথা স্বাধীনভাবে প্রকাশ করতেই পারেন। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন যে আমি দেখেছি ওঁকে সব ধরনের হুমকি দেওয়া হয়েছে। প্রতিদিন যখন হিন্দু দেবদেবীকে অপমান করা হয়, তখন আমরা আদালতে যাই, তখন এটা করবেন। এটা আফগানিস্তান নয়। আমরা জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার দ্বারা পরিচালিত রাষ্ট্রে রয়েছি। একে গণতন্ত্র বলে। এটি শুধুমাত্র তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যারা সবসময় এই জিনিসটি ভুলে যান।
নুপূরের ক্ষমাপ্রার্থনা
নুপুর শর্মা তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ইতিমধ্যেই। বলেছেন, যদি কারও অনুভূতিতে আঘাত দিয়ে থাকেন, তবে তিনি ক্ষমাপ্রার্থী । তবে তাঁর উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না। এর পরে নুপুর মৌলবাদীদের কাছ থেকে ক্রমাগত হুমকি পেতে থাকেন। এরপর দিল্লি পুলিশও তার নিরাপত্তা বাড়িয়েছে।
চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি
দিল্লি-সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি আল-কায়দার। চিঠি দিয়ে দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ এবং মুম্বইয়ে হামলা চালানোর হুমকি দিয়েছে ওই জঙ্গি সংগঠন। এই হামলাকে পয়গম্বরের সম্মান রক্ষার্থে লড়াই বলে উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, দিল্লি, মুম্বই, গুজরাত এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা শেষ হওয়ার জন্য অপেক্ষা করুক। যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। পয়গম্বরকে নিয়ে বিজেপি নেতা-নেত্রীর মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। এই পরিস্থিতিতে দেশে আল-কায়দার আত্মঘাতী হামলার হুমকি উদ্বেগ বাড়িয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)