রাস্তায় পড়ে অসুস্থ বৃদ্ধা, চিকিৎসার দায়িত্ব নিলেন দেব
হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ শীর্ণকায় বৃদ্ধা। সেই ছবিই এখন এক মানবিকতার গল্প বলছে। নিজের ফেসবুক প্রোফাইলে সেই বৃদ্ধার ছবি শেয়ার করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দেব। কিন্তু ঘটনাটা ঠিক কী?
কলকাতা: হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ শীর্ণকায় বৃদ্ধা। সেই ছবিই এখন এক মানবিকতার গল্প বলছে। নিজের ফেসবুক প্রোফাইলে সেই বৃদ্ধার ছবি শেয়ার করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দেব। কিন্তু ঘটনাটা ঠিক কী?
গত ২৪ মে এই বৃদ্ধার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অরিজিৎ মুখোপাধ্যায় নামে এর ব্যক্তি। সেখানে দেখে যায়, রাস্তার ওপর কোনোমতে মাথা গোঁড়ার ঠাঁই করে রয়েছেন বৃদ্ধা। অরিজিৎ আরও লেখেন, গতবছর আমফানের সময় এই বৃদ্ধাকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে বাঁচিয়েছিলেন তাঁরাই। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এইবছর ভাঙা কোমরের কারণে নড়াচড়া করবার শক্তি প্রায় হারিয়েছেন বৃদ্ধা। কিন্তু ইয়াসের আগে তাঁকে রক্ষা করতে ফের ঝাঁপিয়ে পড়েন অরিজিৎ অন্যান্যরা। এই বৃদ্ধাকে নানি সম্মোধন করে গোটা ঘটনার বিবরণী ও ছবি ফেসবুকে শেয়ার করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় থেকেই গোটা ঘটনার কথা জানতে পারেন দেব।
তাঁর উদ্যোগেই ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করে অরিজিৎ জানান, 'নানিজী ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। খুব তাড়াতাড়ি তাঁর অস্ত্রোপচারও করা হবে।' সেইসঙ্গে এই সমস্ত উদ্যোগ নেওয়ার জন্য দেবকে ধন্যবাদ জানান তিনি। তাঁর পোস্ট থেকেই জানা যায়, ওই বৃদ্ধার চিকিৎসা সংক্রান্ত সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন দেব স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় অরিজিতের এই পোস্টটি শেয়ার করে ওই বৃদ্ধার সুস্থতা কামনাও করেছেন দেব।
এই খবর সামনে আসতেই দেবের সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে সাধুবাদে। অনেকেই তাঁর এই কাজের জন্য প্রশংসা করেন তাঁর।
এই প্রথম নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের। কোন জায়গা থেকে থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছিলেন দেব। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেব।