Mimi Chakraborty: সিনেমার অফার ছেড়ে দিতে রাজি, কিন্তু কিছু জিনিসের সঙ্গে কখনও আপোস করব না: মিমি
Mimi Chakraborty News: যেখানে পুরো সিরিজের দায়িত্বই মিমির কাঁধে, সেখানে অভিনয় করতে গিয়ে কী বাড়তি চাপের মুখে পড়তে হয়?

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ। এই নিয়ে দ্বিতীয় ওয়েব সিরিজে কাজ করলেন তিনি। দ্বিতীয় ওয়েব সিরিজ, অর্থাৎ 'ডাইনি'-র দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। সেই দায়িত্ব তিনি যে ভালভাবেই পালন করেছেন, তা বোঝা যাচ্ছে প্রশংসা দেখেই। নতুন সিনেমার শ্যুটিংযে এখন ব্যস্ত তিনি। তবু তার মধ্যেই এবিপি লাইভ বাংলার সঙ্গে ভাগ করে নিলেন 'হইচই'-এর ওয়েব সিরিজ 'ডাইনি'-র মুখ্যচরিত্রে কাজ করার অভিজ্ঞতা। সঙ্গে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র কথায় উঠে এল নিজের কেরিয়ার, চরিত্র নির্বাচন ইত্যাদি বিভিন্ন বিষয়ের কথা।
প্রথমদিন থেকেই প্রশংসিত হচ্ছে মিমির কাজ। কেমন লাগছে অভিনেত্রীর? মিমি বলছেন, 'নির্ঝর (পরিচালক) খুব টেনশনে ছিল। আমায় বার বার বলছিল, 'মিমিদি, আর একটু প্রচার করলে হত না?' আমি ওকে বলেছিলাম, ভাল কাজের এত প্রশংসা লাগে না। মুখের কথাই যথেষ্ট। কিন্তু পরে আমার মনে হচ্ছিল, আরও একটু প্রচার পেলে বোধহয় ভাল হত। কিন্তু ১৪তারিখ আমি যে প্রতিক্রিয়া পেলাম, প্রথমটা বিশ্বাস করতে পারছিলাম না। ভাবছিলাম, দোলের দিন বলে বোধহয় মানুষ এত প্রশংসা করছেন। তবে যত দিন যাচ্ছে, প্রশংসা বেড়েছে। সবাই খুব ভাল কাজ করেছে। আমি আপ্লুত।'
যেখানে পুরো সিরিজের দায়িত্বই মিমির কাঁধে, সেখানে অভিনয় করতে গিয়ে কী বাড়তি চাপের মুখে পড়তে হয়? মিমি বলছেন, 'পরোক্ষভাবে এটা মাথায় চলতে থাকে। তবে এটা নিয়ে যত ভাবব, ততই এটা চেপে বসবে। আমি গল্পকে বিশ্বাস করতে শিখেছি। কাজ যদি ভাল হয়, গল্প যদি ভাল হয় তাহলে মানুষ দেখবেন। আমি এখনও বিশ্বাস করি, গল্প ভাল হলে মানুষ সেই ছবি বা সিরিজ দেখবেন। সেটা কোনও তারের ওপর নির্ভর করে না।' বিভিন্ন রকমের চরিত্রেই দর্শক দেখেছেন মিমিকে। অভিনেত্রীর নিজের কী কোনও একটা বিশেষ চরিত্রে অভিনয় করার ইচ্ছে আছে? মিমি বলছেন, 'কাজের ক্ষেত্রে আমার ভীষণ খিদে। মনে হয়, সব ভালকাজ আমি করব। কিন্তু ওই যে বললাম ভাল কাজ, সেটা ম্যাটার করে। আমি বেছে কাজ করি। কিছু কিছু জিনিসে আমি কখনও আপোস করিনি। আজও করিনি, ভবিষ্যতেও করব না। দরকার হলে গল্পই ছেড়ে দেব। কিন্তু যে চরিত্র ছেড়ে দিই, তার জন্য আক্ষেপ করিনি কোনোদিন। একজন অভিনেত্রী হিসেবে আমি কেবল বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই।'
নারীদের কাঁধেই সিনেমার গুরুদায়িত্ব, এমন গল্প তো কম হচ্ছে না টলিউডে। তারপরেও কী টলিউডে পারিশ্রমিকের দিক দিয়ে নায়করা নায়িকাদের তুলনায় এগিয়ে? মিমি বলছেন, 'শুধু টলিউড কেন? বলিউড দেখুন, গোটা পৃথিবী দেখুন.. সব জায়গাতেই এই অসম পারিশ্রমিকের সমস্যা রয়েছে। আমাদের এখানে আমরা কম টাকা নিয়ে খেলছি, ওরা বেশি টাকা নিয়ে খেলছে। এখানে সামগ্রিকভাবেই মানুষ রেমোনারেশন কম পান। সেখানেও অসম পারিশ্রমিক হলে সমস্যা হয়ে দাঁড়ায়। তবে এমন অনেক ছবি রয়েছে যেখানে আমি নায়কদের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছি। কারণ চরিত্রটাই ওইরকম ছিল। হয়তো ভবিষ্যতে গিয়ে সমতা আসবে। কিন্তু এখনও অসম পারিশ্রমিক রয়েছে টলিউডে।'
প্রশংসা বা সমালোচনা.. মিমির জীবনে কার মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি? নায়িকাসুলভ হেসে মিমির উত্তর, 'আমার অনুরাগীদের। ওদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।'






















