Javed Khan Amrohi Demise: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা জাভেদ খান আমরোহি
Javed Khan Amrohi Death: মঙ্গলবার মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় অভিনেতা জাভেদ খান আমরোহি। বয়স পৌঁছেছিল সত্তরের কোঠায়। ফুসফুস কাজ করা বন্ধ করে দেয় অভিনেতার, তারপরই মৃত্যু।
নয়াদিল্লি: বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত চলচ্চিত্র (film actor) ও মঞ্চ অভিনেতা (theatre actor) জাভেদ খান আমরোহি (Javed Khan Amrohi passes away)। মঙ্গলবার মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স পৌঁছেছিল সত্তরের কোঠায়। ফুসফুস কাজ করা বন্ধ করে দেয় অভিনেতার, তারপরই মৃত্যু।
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা
সিনেদুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন জাভেদ খান আমরোহি। মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় তাই। সূত্রের খবর, গত এক বছর ধরে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা, এবং শয্যাশায়ী ছিলেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতাকে সান্তাক্রুজের সূর্য নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দুই ফুসফুসই কাজ করা বন্ধ করে দেয়। আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওশিয়াড়া কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।
অজস্র কাজের মধ্যে 'লগান' ছবিতে তাঁর অভিনয় মন জয় করেছিল দর্শকের। ওই ছবিতে তাঁর সহ অভিনেতা অখিলেন্দ্র মিশ্র নিজের ফেসবুক প্রোফাইলে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, 'জাভেদ খান সাহেবের খবরে শোকস্তব্ধ। দুর্দান্ত অভিনেতা, অগ্রজ শিল্পী, এবং ইন্ডিয়ান পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য।' প্রসঙ্গত, জাভেদ খান আমরোহিকে 'লগান', 'আন্দাজ অপনা অপনা', 'চক দে ইন্ডিয়া', 'কুলি নং ১'-এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া 'মির্জা গালিব' বা 'নুক্কড়'-এর মতো ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। যদিও তাঁর কাজের ভাণ্ডার বিস্তৃত। প্রায় দেড়শোটিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। শেষ তাঁকে ২০২০ সালে 'সড়ক ২' ছবিতেও অভিনয় করতে দেখা যায়।
Gutted to hear about #JavedKhanAmrohi Bhai’s demise. This seems to be a season of farewell. 💔💐
— Danish Husain । دانش حُسین । दानिश हुसैन (@DanHusain) February 14, 2023
Condolences to his family, friends, colleagues @iptamumbai 🙏🏽#Nukkadd #Lagaan, and so on and so forth. pic.twitter.com/FpV17XMRO8
আরও পড়ুন: Samadarshi Dutta: ব্য়াঙ্ক ম্য়ানেজারের সঙ্গে সম্পর্কে জড়ালেন লাবণী সরকার, বাধা হয়ে দাঁড়ালেন সমদর্শী
অন্যদিকে, গতকালই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খ্যাতনামা চিত্রশিল্পী ললিতা লাজমি (Lalita Lajmi)। তাঁর আরও একটি পরিচয়, তিনি গুরু দত্তের (Guru Dutt) বোন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর । ললিতা লাজমির প্রয়াণে (Lalita Lajmi Passes Away) শোকের ছায়া বিনোদন মহলে।