এক্সপ্লোর
Ideas Of India 2025: আমিরকে প্রথম 'মিস্টার পারফেকশনিস্ট' বলেছিলেন কে? অভিনেতা কি সত্যিই মারাত্মক খুঁতখুঁতে?
Mister Perfectionist: মাঝে ৩ বছর মোবাইল থেকে একদম দূরে ছিলেন তিনি। সেই সময় বই পড়েছেন। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। মজা করে অভিনেতা বলেছেন, তিন বছর একটা ছবি রিলিজ হয় তাঁর। তাই মাঝে ফোনের দরকার হয়নি।

আইডিয়াজ অফ ইন্ডিয়ার মঞ্চে আমির খান
1/10

বলিউড অভিনেতা আমির খান দর্শকমহলে পরিচিত আরও এক নামে। মিস্টার পারফেকশনিস্ট। কতটা খঁতখুঁতে আমির? কতটা পারফেকশন পছন্দ তাঁর? কে তাঁকে প্রথম দিয়ে মিস্টার পারফেকশনিস্ট- এই নাম?
2/10

এবিপি নেটওয়ার্ক আয়োজিত আইডিয়াজ অফ ইন্ডিয়া অনুষ্ঠানে এসে আলোচনা প্রসঙ্গে আমির নিজেই জানালেন তাঁর 'মিস্টার পারফেকশনিস্ট' নামের সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু অজানা তথ্য।
3/10

আমিরকে প্রথম 'মিস্টার পারফেকশনিস্ট' বলেছিলেন শাবানা আজমি। কোন প্রসঙ্গে শাবানা আজমি আমির খানকে 'মিস্টার পারফেকশনিস্ট' বলেছিলেন, সেকথাও খোলসা করে জানিয়েছে অভিনেতা।
4/10

শাবানা আজমির ভাই বাবা আজমির বন্ধু ছিলেন আমির খান। সেই সূত্রে যাতায়াত ছবি শাবানা আজমিদের বাড়ি। আজমি পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমিরের।
5/10

আমির জানিয়েছেন, একদিন বাবা আজমির সঙ্গে তাঁদেরই বাড়িতে সিনেমা সংক্রান্ত একটা গুরুগম্ভীর আলোচনায় মগ্ন ছিলেন তিনি। সেই সময় চা খাওয়ার প্রস্তাব দেন শাবানা আজমি। আর সেখান থেকে শুরু মিস্টার পারফেকশনিস্ট- এই নাম।
6/10

আমিরের কথায়, শাবানা তাঁকে জিজ্ঞেস করেছিলেন চায়ে ক'চামচ চিনি খাবেন। কিন্তু আমির অন্যদিকে এতটাই আলোচনায় মগ্ন ছিলেন যে শাবানার প্রশ্ন বুঝে উঠতে কিছুটা সময় লেগেছিল তাঁর।
7/10

শাবানা আজমির প্রশ্ন বুঝলেও চায়ে কতটা চিনি খান তা আমির মনে করতে পারেননি। গুরুগম্ভীর আলোচনার প্রভাবে এই সামান্য জিনিসও মনে পড়েনি তাঁরা। তখন অদ্ভুত দুটো প্রশ্ন করেছিলেন আমির।
8/10

প্রথম প্রশ্ন ছিল কাপের সাইজ কত। শাবানা কাপ দেখিয়ে দেওয়ার পর আমির আবার চামচের সাইজ জানতে চান। আর এরপর থেকেই সকলকে শাবানা আজমি বলেন যে আমির যত গভীর আলোচনাতেই মগ্ন থাকুন না কেন, চায়ে চিনির পরিমাণ বলতে গেলে তিনি কাপ এবং চামচের সাইজ মেপে বলেন। একেবারেই মিস্টার পারফেকশনিস্ট।
9/10

আমির এও জানিয়েছেন 'পারফেকশন' মোটেই পছন্দ নয় তাঁর। লোকে তাঁকে মিস্টার পারফেকশনিস্ট বলেন। আর তিনি মুচকি হাসেন। তিনি বিশ্বাস করেন ম্যাজিকে, জাদুতে। সূক্ষ্মতার সঙ্গে কাজ করতে পছন্দ করেন তিনি। আগামী দিনে আরও বেশি ছবিতে কাজ করতে চান, তবে প্রযোজক, পরিচালক হিসেবে। নতুন ট্যালেন্টদের সুযোগ দিতে চান বেশি করে।
10/10

মাঝে ৩ বছর মোবাইল থেকে একদম দূরে ছিলেন তিনি। সেই সময় বই পড়েছেন। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। মজা করে অভিনেতা বলেছেন, তিন বছর একটা ছবি রিলিজ হয় তাঁর। তাই মাঝে ফোনের দরকার হয়নি। তারপর রিলিজের সময় টিমের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাওয়ায় অন্য একজনের ফোন ব্যবহার করেছিলেন তিনি। সেটাই এখনও রয়ে গিয়েছে তাঁর কাছে। সেই ব্যক্তি অন্য ফোন কিনে নিয়েছেন।
Published at : 23 Feb 2025 02:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
