Lance Reddick: প্রয়াত অভিনেতা ল্যান্স রেডিক, বয়স হয়েছিল ৬০
Lance Reddick Death: ২৯ বছর বয়সে তিনি 'ইয়েল বিশ্ববিদ্যালয়'-এ ড্রামা নিয়ে পড়াশোনার জন্য আবেদন করেন এবং ডাক পান। স্থানীয় থিয়েটারে কাজ পেতে শুরু করেন এবং স্নাতক পাশ করেন।
নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা ল্যান্স রেডিক (Lance Reddick Demise)। 'দ্য ওয়্যার' (The Wire) ছবির সেড্রিক ড্যানিয়েলস (Cedric Daniels) চরিত্রে ও 'জন উইক' (John Wick) ফিল্ম সিরিজে তাঁর অভিনয় সবচেয়ে জনপ্রিয়। অভিনেতার মুখপাত্র মিয়া হ্যানসেন (Mia Hansen) মৃত্যুর খবর দেন।
প্রয়াত ল্যান্স রেডিক
৬০ বছর বয়সে প্রয়াত ল্যান্স রেডিক। শুক্রবার সকালে আচমকাই স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে অভিনেতার, জানান হ্যানসেন। ল্যান্সের কথা খুব মনে পড়বে, জানান তিনি।
১৯৯০-এর দশকে নিজের কেরিয়ার শুরু করেন ল্যান্স রেডিক। গভীরতা এবং তীব্রতার জন্য অত্যন্ত জনপ্রিয় 'নিউ ইয়র্ক আন্ডারকভার' ও 'দ্য ওয়েস্ট উইং'-এর একাধিক পর্বে অভিনয় দিয়ে শুরু করেন তিনি। প্রসঙ্গত, বহুদিন আগে একবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে অল্পবয়সে বাল্টিমোরে থাকার সময় তিনি সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের পাশে দাঁড়াতে এবং মিউজিকে পোক্ত কেরিয়ার গড়ে তোলার জন্য তিনি একপ্রকার ভুলবশতই অভিনয়ের দুনিয়ায় পা দিয়ে ফেলেন।
২৯ বছর বয়সে তিনি 'ইয়েল বিশ্ববিদ্যালয়'-এ ড্রামা নিয়ে পড়াশোনার জন্য আবেদন করেন এবং ডাক পান। স্থানীয় থিয়েটারে কাজ পেতে শুরু করেন এবং স্নাতক পাশ করেন। তিনি প্রথমে নিউ ইয়র্কে 'দ্য কর্নার', একটি এইচবিও মিনিসিরিজের জন্য হাজির হয়েছিলেন যা সাইমন 'দ্য ওয়্যার'-এর দুই বছর আগে তৈরি করেছিলেন এবং যার জন্য তাঁকে 'ওয়্যার' লেখক ডেভিড সাইমন দ্বারা একটি অডিশন দেওয়া হয়েছিল। তবে সেই প্রযোজনায় রেডিক ছিলেন না। তিনি প্রথম এইচবিও-র 'ওজ়'-এ সুযোগ পান। এরপর সাইমনই তাঁকে নারকোটিক্স ইউনিট লেফটেন্যান্ট ড্যানিয়েলসের চরিত্রে কাস্ট করেন, যা তাঁর জীবনের অন্যতম বড় চরিত্র।
প্রসঙ্গত, 'দ্য ওয়্যার' কোনওদিনই বড় হিট হয়ে উঠতে পারেনি কিন্তু সমালোচকদের ভূয়সী প্রশংসা পায়। এরপর রেডিক 'লস্ট', 'ফ্রিঞ্জ', বা সম্প্রতি নেটফ্লিক্সের 'রেসিডেন্ট এভিল'-এ কাজ করেছেন। 'ওয়ান নাইট ইন মিয়ামি', 'গডজিলা ভার্সাস কং', 'হোয়াইট গাইজ কান্ট জাম্প' প্রভৃতিতে তাঁর সহ-অভিনেতার ভূমিকায় কাজও অত্যন্ত প্রশংসিত।