Raj Chakraborty: রাজের 'অত্যাচারে জর্জরিত' ছোট্ট ইউভান!
নির্বাচন শেষ। বাড়ি ফিরে এসেছেন রাজ চক্রবর্তী। কিন্তু দেখা হয়নি স্ত্রী শুভশ্রীর সঙ্গে। করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দি রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজের সঙ্গী কেবল একরত্তি পুত্র ইউভান। তাকে নিয়েই খেলায় মাতলেন পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। সকাল সকাল শেয়ার করলেন মজার ভিডিও।
কলকাতা: নির্বাচন শেষ। বাড়ি ফিরে এসেছেন রাজ চক্রবর্তী। কিন্তু দেখা হয়নি স্ত্রী শুভশ্রীর সঙ্গে। করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দি রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজের সঙ্গী কেবল একরত্তি পুত্র ইউভান। তাকে নিয়েই খেলায় মাতলেন পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। সকাল সকাল শেয়ার করলেন মজার ভিডিও।
বিছানায় শুয়ে ছোট্ট ইউভান। আর ক্যামেরায় ইউভানের উদ্দেশ্যে রাজ বলছেন, বাবা এতদিন বাড়ি ছিল না। তাই বাবা যা অত্যাচার করবে তোমায় সব সহ্য করতে হবে।' বলেই রাজ ইউভানকে আদর করছেন। আর ছোট্ট ইউভান প্রথম হতভম্ব, তারপরেই হেসে উঠছে বাবার আদর খেয়ে। এতদিন পর দেখা বাবা ছেলের। আনন্দে আত্মহারা দুজনেই। মিষ্টি সেই ভিডিওর কমেন্টে ভালোবাসা উপচে দিলেন নেটিজেনরা।
কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছোট্ট ইউভানের একটি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, খাটের ওপর দেওয়াল ধরে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ইউভান। সফলও হচ্ছে। ভিডিওর ক্যাপশানে রাজ লিখেছেন, আমার ৬ মাসের বাচ্চা দাঁড়াতে শিখে গিয়েছে। এখন নাকি ও সবসময়ই উঠে দাঁড়াতে চায়। এমনকি মিউজিকেও সাড়া দেয়। থ্যাঙ্কু মাম্মা শুভশ্রী আমায় আমাদের ছেলের বড় হওয়ার সমস্ত অধ্যায়ে সামিল করার জন্য। হয়ত আমি কাজের চাপে কিছু কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারছি না। কিন্তু শুভশ্রী আমায় এই ভিডিওগুলো পাঠাচ্ছে। এতে অবশ্য আমার মিস করাটা কিছুটা হলেও কমছে।' এতদিন নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন রাজ। নিয়মিত ফেরা হচ্ছিল আরবানার আস্তানায়। কেন্দ্রের নির্বাচন মিটিয়ে বাড়ি ফিরে এসেছেন রাজ। স্ত্রী শুভশ্রী করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে। দেখা হয়নি তাঁর সঙ্গে।
টলিউডের অন্যতম হিট জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন তাঁদের জীবন জুড়ে কেবলই একরত্তি ইউভান। দম্পতির সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে ইউভানের বিভিন্ন খুনসুটি। ইউভানের নামে রয়েছে একাধিক ফ্যানপেজ। তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।
সম্প্রতি হালিশহরে অন্নপ্রাশন হয়েছিল ইউভানের। রাজের দেশের বাড়ি সেজে উঠেছিল ফুলে, অতিথি সমাগমে। সেই অনুষ্ঠানের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। নায়িকাকে বলতে শোনা গেল, ইউভান এখন আমার আর রাজের জীবন। আমি যখন অন্তঃস্বত্তা ছিলাম তখন প্রত্যেক মুহূর্তে ইউভানকে অনুভব করতাম। আমরা একসঙ্গে নিশ্বাস নিতাম। আমাদের হার্টবিট একসঙ্গে হত।‘ অন্যদিকে রাজ বলছে, ‘বাবা হয়েছি এই অনুভূতির অদ্ভূত ভালোলাগার। যেন পৃথিবীতে আর কিছুই চাই না।‘ শুভশ্রীর বাবা বলছেন, ‘ইউভান ওর বাবার মতোই একজন দক্ষ মানুষ হোক। ।‘