এক্সপ্লোর
Advertisement
ছ মাসের জেল হল এই বলিউড অভিনেতার, কে তিনি, কোন অপরাধে এই সাজা, জেনে নিন
মুম্বই: অভিনেতা রাজপাল যাদব এবং তাঁর স্ত্রী বিরুদ্ধে চেক বাউন্স হওয়ার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল দিল্লির এক আদালতে। আজ আদালতের নির্দেশে যাদব দম্পতির ছ মাসের জেল হেফাজত হল।
প্রসঙ্গত, পরিচালনায় হাত পাকানোর জন্যে ২০১০ সালে দিল্লির এক ব্যবসায়ীর থেকে পাঁচ কোটি টাকা ধার নেন রাজপাল। কিন্তু সেই টাকা শোধ দিতে পারেননি অভিনেতা। তাঁরা যে চেক দেন, সেটা বাউন্স করে। গত শুক্রবারই আদালত রাজপাল, তাঁর স্ত্রী রাধা এবং একটি সংস্থাকে এই মামলায় দোষীসাব্যস্ত করে। এরপর রাজপালের আইনজীবী আদালতের কাছে অনুরোধ করেন, অভিনেতা এবং তাঁর স্ত্রীর যেন কোনওভাবেই জেল হেফাজত না হয়। কারণ, তিনি জানিয়েছিলেন, ধীরে ধীরে এই ঋণ শোধ করে দেবেন অভিনেতা। যদিও সেই আর্জিতে কর্ণপাত করেনি আদালত।
এদিকে এই মামলাতে ভুয়ো হলফনামা দাখিলের জন্যে ২০১৩ সালের ডিসেম্বরের ৩ তারিখ থেকে ৬ তারিখ জেল হয় রাজপালের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement