New Film Announcement: ফের রাম চরণ ও সুকুমারের পুনর্মিলন! নতুন ছবির ঘোষণা দক্ষিণী 'ডুয়ো'র
Ram Charan-Sukumar: 'রঙ্গস্থলম' ছবি ব্লকবাস্টার হওয়ার পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা রাম চরণ ও পরিচালক সুকুমার। কবে শুরু ছবির কাজ?
নয়াদিল্লি: তাঁদের হাত ধরেই দর্শক পেয়েছিলেন 'রঙ্গস্থলম' (Rangasthalam)। সুপারহিট ছবি। এবার ফের একবার একসঙ্গে কাজ করতে চলেছেন 'আর আর আর' তারকা রাম চরণ (Ram Charan) ও 'পুষ্পা' পরিচালক সুকুমার (Skumar)। আপাতত নাম স্থির করা হয়েছে 'আর সি ১৭' (RC 17)।
ফের একসঙ্গে রাম চরণ ও সুকুমার, আসছে নতুন সিনেমা
বসন্ত উৎসবের পবিত্র দিনে রাম চরণ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে দিলেন এক বিশেষ খবর। দক্ষিণের তারকা পরিচালক সুকুমারের সঙ্গে সিনেমা করতে চলেছেন রাম চরণ। স্বভাবতই এই খবর পেতেই উচ্ছ্বসিত দর্শককূল। আপাতত ছবির নাম স্থির করা হয়েছে 'আর সি ১৭'।
এদিন একটি ছবি শেয়ার করেন রাম চরণ। সেখানে দেখা গেল দোলের উৎসবে একে অপরের আলিঙ্গনে আবদ্ধ অভিনেতা ও পরিচালক। তার পরের ছবিতেই ঘোষণা একসঙ্গে তাঁদের ফের কাজ করার। ক্যাপশনে লেখেন, ''আর সি ১৭' ফোর্সের পুনর্মিলন হতে চলেছে।' মৈত্রী মুভি মেকার্সের নিবেদনে আসছে ছবিটি। এই বছরের শেষ দিকে প্রোডাকশনের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। ২০২৫ সালের শেষের দিকে বিশালাকারে এই ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
View this post on Instagram
ব্লকবাস্টার ছবি 'রঙ্গস্থলম'-এর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন রাম চরণ, সুকুমার, মৈত্রী মুভি মেকার্স (Mythri Movie Makers) ও ডিএসপি (DSP)। এই নিয়ে দ্বিতীয়বার। ছবির চিত্রনাট্য পরিচালকেরই লেখা।
কিছুদিন আগেই অভিনেতা 'আর সি ১৬'-এর মহরতের পুজোর পর জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। বুচি বাবু সানার পরিচালনায় এই ছবির হাত ধরে প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন জাহ্নবী ও রাম চরণ। অন্যদিকে রাম চরণ আপাতত অপেক্ষায় রয়েছেন 'আর সি ১৫' ও 'গেম চেঞ্জার' (Game Changer) ছবির। 'গেম চেঞ্জার' ছবিতে রাম চরণের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।