Ranojoy Bishnu: 'মৃত্য়ুর মুখ থেকে ফিরে এসেছি', ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন রণজয় বিষ্ণু
Ranojoy Trekking Experience: নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে রণজয় জানালেন কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন তিনি।
কলকাতা: রণজয় বিষ্ণু বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। 'গুড্ডি' ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় মন কেড়েছে দর্শকের। সম্প্রতি বন্ধুবান্ধবের সঙ্গে কাশ্মীরে ট্রেক করতে গিয়েছিলেন এই অভিনেতা। আর সেখানেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। ঠিক কী ঘটেছিল? নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন অভিনেতা। (Ranojoy Trekking Experience)
অভিনেতা জানান, 'শুটিং থেকে তিনদিন ছুটি পেয়েছিলাম। চার বন্ধুর সঙ্গে আমি ট্রেকে গিয়েছিলাম। আরসান ভ্য়ালি ও ফাম্বার ভ্যালিতে ট্রেক করেছি। প্রথমদিন প্রায় ১২ কিমি, দ্বিতীয় দিন প্রায় ৮ থেকে ৯ কিমি'।
আরও পড়ুন...
'ওয়েলকাম ৩' না 'মিশন রানিগঞ্জ', সাফল্য়ের নিরিখে এগিয়ে থাকবে অক্ষয়ের কোন ছবি?
রণজয় বিষ্ণু বলেন, 'ফেরার সময় সিনচন পয়েন্ট ছিল, যেখানে দু'দিকে ছিল লম্বা লম্বা পাহাড়। চারিদিকে বরফ। আর যে ট্রেকার হেড ছিল তাঁর নাম ইউনিস। ঘড়িতে তখন আড়াইটে বাজে। কোন খাবার তো নেই। জলটুকুও না। তার মধ্যে একটা ভয়ানক একটা শর্টকাট রাস্তা দয়ে আমাদের নিয়ে যাচ্ছিল'। আমি সঙ্গে সঙ্গে বলি, পাগল নাকি আমরা অভিনেতা, এনজয়ের জন্য ট্রেক করেছি। জীবন বাজি রাখার খেলা নয়। সরকার থেকে কোনওরকম পুরস্কারও চাই না। এরকম খতরো কা খিলাড়ি হওয়ার কি দরকার। পাহাড়ের রাস্তায় প্রায় ঝুলে ঝুলে যাচ্ছিলাম। নিচে গভীর খাদ। পুরো রাস্তাটা পাথরের। পাথরে পা স্লিপ করে যাচ্ছে। আমি ভেবেই নিয়েছিলাম আমার এখানেই জীবন শেষ। কখনও উঁচুতে উঠছি, কখনও নিচুতে। আমি বার বার ব্ল্য়াক আউট হয়ে যাই। ঠিক সেই সময়ই ত্রাতা হিসেবে হাজির যে আমাদের মালপত্র ঘোড়া করে নিয়ে এসেছিল। আরিফ তাঁর নাম। অনেক ছোট বয়সে। আমি ওর পা ধরে প্রণাম করি। কারণ আরিফ আমার কাছে ঈশ্বর সমান। আজকে বেঁচে আছি আরিফের জন্য়ই… এখনও চোখের সামনে ভাসছে সেই ভয়ানক দৃশ্য। ”
উল্লেখ্য়, কিছুদিন আগে, মিউজিক্যাল নাটকে 'দেবদাস'-এ রণজয় বিষ্ণুকে (Rano Joy) দেখা গেছিল । ওড়িশায় মঞ্চস্থ হয়েছিল এই নাটক। এখানে দেবদাসের চরিত্রে অভিনয় করেছেন রণজয় । পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন শীতল ও চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বৈশালী। এই নাটকটির চিত্রনাট্য় লিখেছিলেন ওম প্রকাশ মোহান্তি ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial