Sonu Sood Stunt: উড়ছেন সোনু সুদ! তাক লাগানো স্টান্টের ভিডিও পোস্ট অভিনেতার
Sonu Sood Stunt: চলছেন না, উড়ছেন সোনু সুদ! মাটিতে পা পড়ছে না তাঁর!
মুম্বই: চলছেন না, উড়ছেন সোনু সুদ! মাটিতে পা পড়ছে না তাঁর। সোশ্যাল মিডিয়ায় তাক লাগানো স্টান্টের ভিডিও আপলোড করলেন সোনু সুদ। প্রিয় অভিনেতার ছোট্ট রিল দেখে ফেললেন কয়েক মিলিয়ান মানুষ।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটা ছোট্ট ভিডিও আপলোড করেছেন সোনু সুদ। সেখানে দেখা যাচ্ছে, চলমান সিঁড়ির রেলিং-এ দু হাতে ভর দিয়ে কার্যত ঝুলতে ঝুলতে নামছেন সোনু সুদ। মুখে কালো মাস্ক আর পরণে গাঢ় নীল টি শার্ট আর প্যান্ট অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করে সোনু লিখেছেন, 'যদি আমি উড়তে পারতাম...' সেইসঙ্গে জুড়ে দিয়েছেন, 'দয়া করে বাড়িতে এটা চেষ্টা করবেন না'
সম্প্রতি গুজব রটেছিল বলি তারকা সোনু সুদ (Sonu Sood) ২০২২ সালের বিএমসি ভোটে (BMC elections 2022) লড়ছেন। খবর রটতেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন গরিবের 'মসিহা' সোনু সুদ। 'দাবাং' অভিনেতা যদিও তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত গুজব খারিজ করে দিয়েছেন।
তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত একটি ট্যুইটের উত্তর দিয়ে জানান, তিনি ভোটে লড়ছেন না। তিনি লেখেন, 'নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।' অর্থাৎ, যা রটছে তা সত্য নয়। তিনি সাধারণ নাগরিক হিসেবেই ভাল আছেন বলে জানান সোনু।
বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মুম্বই কংগ্রেস ২০২২ সালের বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের মুখ হিসেবে সোনু সুদ, রিতেশ দেশমুখ ও মিলিন্দ সোমনকে চাইছেন। মুম্বই কংগ্রেস সচিব গণেশ যাদব আসন্ন নির্বাচনের জন্য একটি স্ট্র্যাটেজি নথির খসড়াও তৈরি করেছেন বলে জানায় ওই সংবাদ সংস্থা।
অন্যদিকে রাশিয়ায় আয়োজিত বিশেষ অলিম্পিক্সে ভারতের 'ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর' হয়েছেন সোনু সুদ! সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নিলেন অভিনেতা নিজেই। সেইসঙ্গে শুভেচ্ছা জানালেন প্রতিযোগীদেরও। লিখলেন, 'আমি গর্ব অনুভব করছি এই খবরটা সবার সঙ্গে ভাগ করে নিতে যে, আমি রাশিয়ায় আয়োজিত স্পেশাল অলিম্পিক্সের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নির্বাচিত হয়েছি। আশা করছি আমাদের চ্যাম্পিয়ানরাও আমাদের গর্বিত করবে। জয় হিন্দ'