Bhagyashree: নাড়াতে পারছিলেন না হাত, ডাক্তার অপারেশনের পরামর্শ দেন, 'নিজে থেকে সুস্থ হই', বলছেন ভাগ্যশ্রী
Bhagyashree Update: এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে মহিলাদের উজ্জীবিত করতে নিজে অনুপ্রেরণা কোথা থেকে পান ভাগ্যশ্রী? কী বললেন উত্তরে?
কলকাতা: সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিও' (Sajini Shinde Ka Viral Video) ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অভিনেত্রী ভাগ্যশ্রীকে (Bhagyashree)। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান নতুন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজের প্রতিযোগিতার কথা, সোশ্যাল মিডিয়ার কারণের কথা ইত্যাদি। মানসিক স্বাস্থ্য (mental health) নিয়ে বহুদিন প্রকাশ্যে প্রচার করেন অভিনেত্রী। মহিলাদের স্বাস্থ্য নিয়ে তিনি একাধিক টিপস দিয়ে থাকেন। কিন্তু এসবের মাঝে নিজেও হয়েছিলেন গুরুতর অসুস্থ। ডাক্তার বলেছিলেন অপারেশন করাতে হবে। তারপর?
হাত নাড়াতে পারছিলেন না, ডাক্তার বলেন অপারেশনের কথা, তারপর?
এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে মহিলাদের উজ্জীবিত করতে নিজে অনুপ্রেরণা কোথা থেকে পান ভাগ্যশ্রী? তাঁর উত্তরে অভিনেত্রী বলেন, 'বছরের মাঝখানে আমি হঠাৎ আমার ডান হাত নাড়াতে পারছিলাম না। প্রত্যেকজন ডাক্তার আমাকে বলেছিলেন যে অপারেশন করাতে হবে। আমাক ইঞ্জেকশন ও অপারেশনে ভীষণ ভয়, তাই আমি সিদ্ধান্ত নিই যে নিজেই নিজেকে সুস্থ করে তুলব। সৌভাগ্যবশত, আমি সেরে উঠতে পেরেছি। হ্যাঁ, নিঃসন্দেহে তাতে সময় লাগে অনেক বেশি, কিন্তু এর ফলে আমি জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছি।'
তিনি আরও বলেন, 'আমি বুঝতে পারলাম যখন আমি এত বড় সমস্যার সঙ্গে মোকাবিলা করে সেরে উঠতে পেরেছি, তার মানে আমি একাই বাঁচতে পারব এবং নিজের শারীরিক ও মানসিক খেয়াল নিজেই রাখতে পারব।'
View this post on Instagram
আরও পড়ুন: Kangana Ranaut: 'ওঁদের জীবন চিরকালের মতো দুঃসহ হয়ে উঠবে,' ট্রোলারদের কড়া জবাব দিলেন কঙ্গনা
ঠিক কীভাবে সেরে উঠলেন? অভিনেত্রী বলেন, 'আমি ফিরিওথেরাপি করতে শুরু করি। হেওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে আমি পুষ্টিবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করেছি এবং আরও একাধিক বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কোর্স করি। আমি পরীক্ষাও দিই। আমি ডাক্তারের কাজ পেশা হিসেবে বাছতে পারিনি কিন্তু স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে কথা বলার জন্য যা যা প্রয়োজন তা সব পড়াশোনা করি। আমি যা মাথায় আসে তাই বলি না, আমি সেটাই বলি যেটা আমি জানি ও পড়েছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন