Ditipriya Roy: জনপ্রিয় ধারাবাহিকে ফের নায়িকার ভূমিকায়, ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া
Ditipriya Roy at Bengali Serial: এখনও পর্যন্ত এই খবর নিয়ে মুখ খোলেননি খোদ দিতিপ্রিয়া। এর আগে, ধারাবাহিক 'রানি রাসমণি'-র নামভূমিকায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন দিতিপ্রিয়া
কলকাতা: ধারাবাহিক 'রানি রাসমণি'-র (Rani Rashmoni) পরে ফের একবার ছোটপর্দায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa)-তে সূর্য আর দীপা (Surya and Deepa)-র মেয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ধারাবাহিকে এতদিন যেন দুই খুদেকে দেখা যেত সোনা আর রুপার চরিত্রে, তাঁরা এখন বড় হয়ে গিয়েছে। আর সেই ধারাবাহিকেই, রূপার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। তবে সেই চরিত্রটি ঠিক কেমন, সেই বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি চ্যানেলের নির্মাতারা।
এখনও পর্যন্ত এই খবর নিয়ে মুখ খোলেননি খোদ দিতিপ্রিয়া। এর আগে, ধারাবাহিক 'রানি রাসমণি'-র নামভূমিকায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন দিতিপ্রিয়া। সেই ধারাবাহিকে অবশ্য তাঁর অভিনয় করার কথা ছিল ছোট রাসমণির ভূমিকায়। কিন্তু ধারাবাহিকের নির্মাতাদের দিতিপ্রিয়াকে এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে, গোটা দীর্ঘ ধারাবাহিকটাতেই অভিনয় করে যান তিনিই। মেক আপ বদলেছে, চরিত্রের মোড় ঘুরেছে.. প্রত্যেকটা চরিত্রের বাঁকই দক্ষতার সঙ্গে পালন করেছেন দিতিপ্রিয়া। আর এবার, আরও এক নতুন ধারাবাহিক, নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে।
কেবল ছোটপর্দা নয়, বড়পর্দাতেও সমান দাপটের সঙ্গে কাজ করে চলেছেন দিতিপ্রিয়া। ওয়েব সিরিজ 'রাজনীতি' এবং 'আবার রাজনীতি'-তে প্রশংসিত হয়েছিল দিতিপ্রিয়ার অভিনয়। 'ডাকঘর'-সহ বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন দিতিপ্রিয়া। তিনি 'আয় খুকু আয়' সিনেমার মুখ্যভূমিকাতেও অভিনয় করেছিলেন। পাশাপাশি 'পাটালীগঞ্জের পুতুলখেলা'-সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। তবে এবার নতুন ভূমিকায়, নতুন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। নতুন এই চরিত্র তাঁর পুরনো খ্যাতিকে ছুঁতে পারে কি না.. এখন সেটাই জন্য অপেক্ষা করছেন দর্শকেরা।
সদ্যই ধারাবাহিক রানি রাসমণির পুনঃসম্প্রচার শুরু হয়েছে। এই ধারাবাহিকের জনপ্রিয়তাকে মাথায় রেখেই পুনঃসম্প্রচারের ব্যবস্থা করেছেন নির্মাতারা। আর এবার, নতুন গল্প, নতুন ধারাবাহিকেরই দেখা যাবে দিতিপ্রিয়াকে।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।