মা হলেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা, কী নাম রাখলেন সদ্যোজাতের?
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুখবরটা দিয়েছেন 'ইয়ারিয়া' অভিনেত্রী ইভলিন শর্মা।
মুম্বই: বলিউডে একের পর এক খুশির খবর। সদ্যই বিয়ে করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার (Patralekha) সঙ্গে এগারো বছর সম্পর্কে থাকার পর নতুন জীবন শুরু করেছেন। অন্যদিকে গতকালই মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি। এবার বলিউডের আর এক অভিনেত্রী মা হলেন। তিনি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' অভিনেত্রী ইভলিন শর্মা (Evelyn Sharma)।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুখবরটা দিয়েছেন 'ইয়ারিয়া' অভিনেত্রী ইভলিন শর্মা। যদিও তিনি মা হয়েছেন গত ১২ নভেম্বর। ফুটফুটে এক কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। কিন্তু অনুরাগীদের সঙ্গে সুখবরটা ভাগ করে নিলেন আজ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে ইভলিন শর্মা লিখেছেন, 'আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল'। তার সঙ্গে সদ্যোজাত কন্যা সন্তানের নামও প্রকাশ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, কন্যা সন্তানের নাম রেখেছেন আভা।
আরও পড়ুন - Arpita Khan Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে কীভাবে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন সলমন খানের ভগ্নিপতী আয়ুষ?
চলতি বছর জুলাই মাসেই মা হতে চলার খবর প্রকাশ করেন 'ইয়া জওয়ানি হ্যায় দিওয়ানি' অভিনেত্রী ইভলিন শর্মা। স্বামী তুষার ভিন্ডির সঙ্গে ছবি পোস্ট করে সুখবরটা দিয়েছিলেন তিনি। এর মাঝে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মাতৃত্বকালীন নানা ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে। অবশেষে মা হলেন অভিনেত্রী। আর সেই খবরটাও শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
প্রসঙ্গত, চলতি বছর মে মাসে দীর্ঘদিনের প্রেমিক তুষার ভিন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী ইভলিন শর্মা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবিও শেয়ার করে নিয়েছিলেন। বলিউডে অভিনয় করেছেন বেস কিছু ছবিতে। রণবীর কপূরের জনপ্রিয় ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-তে অভিনয় করে নজর কাড়েন। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে 'ইয়ারিয়া' ছবিতেও।