অর্জুন-মিমির ঠিকানা ময়ূরভঞ্জ! ছবি শেয়ার করলেন অভিনেত্রী
কলকাতা নয়, অভিনেত্রী মিমি চক্রবর্তীর ঠিকানা এখন ওড়িশার ময়ূরভঞ্জ! নতুন ছবি 'খেলা যখন'-এর সেট থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
কলকাতা: কলকাতা নয়, অভিনেত্রী মিমি চক্রবর্তীর ঠিকানা এখন ওড়িশার ময়ূরভঞ্জ! নতুন ছবি 'খেলা যখন'-এর সেট থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অভিনেত্রী। একই ফ্রেমে রইলেন অর্জুন চক্রবর্তী, অরিন্দম শীল, জুন মাল্য ও সুস্মিতা চট্টোপাধ্যায়।
গার্গী রায়চৌধুরীর সঙ্গে 'মহানন্দা'-র কাজ শেষ করে নতুন ছবি 'খেলা যখন'-এর কাজে হাত দিয়েছেন অরিন্দম শীল। তাঁর হাত ধরেই ফের জুটি বেঁধেছেন ছোটপর্দার গোরা ও পুপে। অর্থাৎ মিমি ও অর্জুন। অরিন্দমের নতুন ছবি নিখাদ প্রেমের গল্প নয়, থ্রিলারও বটে। বড়পর্দায় এটিই দ্বিতীয় কাজ অভিনেত্রী সুস্মিতার। একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন তিনি।
ময়ূরভঞ্জে ছবির শ্যুটুং-এর মাঝেই একটি ছবি পোস্ট করেছেনমিমি। লিখেছেন, 'ফ্লোর স্টোরিজ'। ছবিতে একেবারে সাদামাটা সাজে দেখা গিয়েছে মিমিকে। মুখে হালকা মেকআপ, চুলে বিনুনি। অন্যদিকে একেবারে চরিত্রের সাজেই রয়েছেন অর্জুন, সুস্মিতা ও জুন। হাসিমুখে সেলফিটি তুলেছেন পরিচালক অরিন্দম।
এই ছবির জন্য মার্শাল আর্ট শিখছেন মিমি চক্রবর্তী। শুধু তিনি নয়, মার্শাল আর্ট শিখছেন অর্জুন-সুস্মিতাও। নতুন ছবির 'অ্যাকশান সিকোয়েন্স' নিয়ে উচ্ছসিন অর্জুন। এবিপি আনন্দকে জানিয়েছিলেন, তিনি আগের ছবিতে ছোটখাটো অ্যাকশান করেছেন। তবে এতটা অ্যাকশান করার জন্য আলাদা করে মার্শাল আর্ট শেখাটা জরুরি, কারণ পর্দায় অ্যাকশান বেশ কঠিন বলেই মনে হয় অর্জুনের। একই মত মিমিরও। ছবিতে তাঁর চরিত্রের নাম উর্মি।
পর্দায় ফের ফিরছে গোরা-পুপের রসায়ন। তবে অন্য গল্পে, অন্য চরিত্রে। শ্যুটিং শুরু আগে 'খেলা যখন' নিয়ে এবিপি লাইভতে অর্জুন বলেছিলেন, 'খুব ভালো লাগছে আবার অরিন্দমদার সঙ্গে কাজ করব ভেবে। মিমি থাকছে, আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা থাকছেন যাদের সঙ্গে আমি আগে কাজ করিনি। আর হ্যাঁ, ছবিতে অ্যাকশন থাকবে। ওটা আমার সবচেয়ে পছন্দের। দর্শক গোরা পুপেকে আবার অন্য রূপে দেখতে পাবে। চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে আমাদের খাটতে হবে। তবে, আমি আর মিমি যে একে অপরকে চিনি, এই রসায়নটা পর্দায় ধরা পড়বে। আগে একসঙ্গে কাজ করলে সহজেই সাবলীল হওয়া যায়। প্রথম শট থেকেই পর্দায় ধরা পড়বে সেই বোঝাপড়াটা।'