Parineeti-Raghav: চলতি সপ্তাহেই আংটি বদলের সম্ভাবনা, জল্পনা উস্কে দিল্লি পৌঁছলেন পরিণীতি-রাঘব
Bollywood Update: তাঁদের সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা। নিজেদের মুখে কিছু স্বীকার না করলেও শোনা যাচ্ছে এই সপ্তাহেই আংটি বদল করবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা।
নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁদের সম্পর্কের গুঞ্জন থেকে শুরু করে আংটি বদলের (engagement) খবর, সব নিয়েই জল্পনা তুঙ্গে। তারই মাঝে একাধিকবার একসঙ্গে ক্যামেরাবন্দি পরিণীতি-রাঘব। আর এই জল্পনার মাঝেই একসঙ্গে দিল্লি (Delhi) পৌঁছলেন তাঁরা।
দিল্লি পৌঁছলেন পরিণীতি-রাঘব
তাঁদের সম্পর্ক নিয়ে তুঙ্গে জল্পনা। নিজেদের মুখে কিছু স্বীকার না করলেও শোনা যাচ্ছে এই সপ্তাহেই আংটি বদল করবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা। প্রায়ই তাঁদের জনসমক্ষে একসঙ্গে দেখা যায়। তাঁদের রসায়ন ও ঘন ঘন একসঙ্গে বের হওয়া দেখে আন্দাজ করতে অসুবিধা হয় না যে শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। কারণ কথাতেই বলে, 'যা রটে তার কিছু তো বটে...'।
এর আগেই শোনা গিয়েছিল আগামী ১৩ মে বাগদান পর্ব সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। আর তার আগে, আজ দুজনকে একসঙ্গে দিল্লি উদ্দেশে উড়ে যেতে বিমানবন্দরে পৌঁছতে দেখা গেল।
এক পাপারাৎজির পোস্ট করা ভিডিওয় দেখা গেল মুম্বই বিমানবন্দরে একসঙ্গে গাড়ি থেকে নামছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। লাল রঙের কুর্তি, পালাজো প্যান্ট, সাদা জুতো, চোখে রোদচশমা পরে নজর কাড়লেন পরিণীতি। অন্যদিকে কালো শার্ট, ক্রিম রঙের প্যান্টে স্মার্ট দেখাচ্ছিল রাঘবকে। একসঙ্গে বলাই যায় তাঁদের 'ক্লাসি' দেখাচ্ছিল।
View this post on Instagram
অন্যদিকে সকালের এই ভিডিওর পর ঘণ্টা দুয়েক আগে আরও একটি ভিডিও দেখা যায়। দিল্লি পৌঁছে গেছেন এই 'লাভবার্ডস'। দিল্লিতেই আংটি বদল সারবেন তাঁরা, খবর এমনই।
View this post on Instagram
আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?
প্রসঙ্গত, সম্প্রতি রাঘব ও পরিণীতিকে একসঙ্গে আইপিএল ম্যাচ দেখতেও দেখা যায়। মোহালির স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে আসেন তাঁরা। তাঁদের একসঙ্গে দেখে উত্তেজিত হয়ে পড়েন দর্শকদের একাংশ। একটি ভাইরাল ভিডিওয় শোনা যায়, স্টেডিয়াম থেকে আওয়াজ উঠছে 'পরিণীতি ভাভি জিন্দাবাদ', যা শুনে খানিক লজ্জাই পাচ্ছেন অভিনেত্রী। মুখে চওড়া হাসি সমেত অনুরাগীদের দিকে হাতও নাড়েন তিনি।