Entertainment News: 'সোনা রোদের গান'-এর হাত ধরে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন অভিনেত্রী পায়েল দে
প্রায় আড়াই বছর পর ফের ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে ফিরতে চলেছেন অভিনেত্রী পায়েল দে।
কলকাতা: ‘দেশের মাটি’ ধারাবাহিকের রেশ এখনো দর্শক মনে রীতিমতো তরতাজা। তার মাঝেই দর্শকের জন্য সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। বাংলা টেলিভিশনে আসন্ন একটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে পর্দায় ফিরছেন পায়েল। ধারাবাহিকের নাম ‘সোনা রোদের গান’। সদ্য মুক্তিই পেয়েছ ধারাবাহিকটির প্রোমো।চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা অর্গ্যানিক স্টুডিওর ব্যানারে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ধারাবাহিক। পায়েল ছাড়াও এই সিরিয়ালে দেখা যাবে বাংলা ধারাবাহিকের একাধিক চেনা মুখেদের। রয়েছেন সোহিনী সেনগুপ্ত, অনিন্দ্য সরকার, ভাস্কর বন্দ্যোপাধ্যায় সহ টেলিপাড়ার অন্যান্য জনপ্রিয় অভিনেতারা।
প্রসঙ্গত, এর আগে, 'দুর্গা', 'বেহুলা', 'বধূ কোন আলো লাগল চোখে', 'মা দুর্গা', 'অর্ধাঙ্গিনী', 'চুনী পান্না' সহ আরও একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন পায়েল। ছোট পর্দা ছাড়াও বিরসা দাশগুপ্তের 'মুখোশ' এবং 'ইন্দু' ওয়েব সিরিজেও যথেষ্ট প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।
সূত্রের আরও খবর, ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে এই ধারাবাহিকের শ্য়ুটিং। যেহেতু চিত্রনাট্যে ‘আধুনিকা’, তাই এই ধারাবাহিকে পায়েল সেজে উঠবেন এক্কেবারে ছিমছাম সাজে। 'সোনা রোদের গান' ধারাবাহিকের কাহিনি এবং চিত্রনাট্য লীনা গঙ্গোপাধ্যায়ের। একটি হিন্দি ধারাবাহিকের রিমেক হিসেবে আসতে চলেছে এই ধারাবাহিক।
আজও এই সমাজে কন্যাসন্তানের বিয়ে মানে একজন মধ্যবিত্ত পরিবারের জন্য তা কতটা দুশ্চিন্তার হতে পারে, মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় এক বাবাকে, সেই গল্প এবার দেখা যাবে এই ধারাবাহিকে। তবে অনেক কিছু হারিয়ে ফেলার পর আবারো জীবন যুদ্ধে লড়াই শুরু করতে হয়। আর সেই লড়াই নিয়েই আনন্দীর গল্প। আনন্দীর চরিত্রে অভিনয় করছেন পায়েল দে।
আরও পড়ুন...হিয়া-অয়নের প্রেমের গল্প নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও 'তোকে পাবো বলে'
অভিনয় নয়! পেশা পরিবর্তন করে ঋত্বিক চক্রবর্তী এখন সিরিয়াল কিলার বিশেষজ্ঞ