New Music Video: হিয়া-অয়নের প্রেমের গল্প নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও 'তোকে পাবো বলে'
বাঙাালি জীবনে সরস্বতী পুজো এলেই ভিড় করে আসে প্রেম। ঠিক এভাবেই প্রেম এসেছিল রায়চৌধুরী বাড়িতে।
কলকাতা: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে মিউজিক ভিডিও 'তোকে পাবো বলে'।সংগীত শিল্পী নবনীতার কণ্ঠে শোনা যাবে এই রোম্য়ান্টিক গানটি। গানটির সুরকার ও গীতিকার প্রাঞ্জল দাস। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ঐশ্বর্য সেন, মৃত্য়ুঞ্জয় ভট্টাচার্য, শুভজিত দাস সহ আরও অনেকে। 'তোকে পাবো বলে' মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন পরিচালক জয়দীপ বন্দ্য়োপাধ্য়ায়। সরস্বতী পুজোর সময় রায়চৌধুরী বাড়ীর ছোট মেয়ে প্রেমে পড়ে যায় তার দাদার এক বন্ধুর । আর প্রেমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে 'তোকে পাবো বলে'র গল্প।
গল্পের প্রেক্ষাপটটা ঠিক কী রকম? বাঙাালি জীবনে সরস্বতী পুজো এলেই ভিড় করে আসে প্রেম। ঠিক এভাবেই প্রেম এসেছিল রায়চৌধুরী বাড়িতে। বাড়ির ছোট মেয়ে হিয়ার ভালো লেগে যায় তারই দাদা সুমন্তর বন্ধু অয়নকে। সুমন্ত, তাদের বাড়িতে এসেছিল সরস্বতী পুজো নিয়ে ভ্লগ বানাতে। সঙ্গে এসেছিল অয়নের বন্ধু অদৃজাও। তাদের আসার মজাায় অনেকদিন পরে আনন্দে ভেসে ওঠে রায়চৌধুরী পরিবার। প্রচুর মানুষের আনাগোনার মধ্যেই অয়নকে ঘিরে হিয়ার মনে ডানা মেলতে থাকে নানান স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নও ধাক্কা খায়। অদৃজার সঙ্গে অয়নের খুনসুটিও দেখানো হয়েছে মিউজিক ভিডিওটিতে ৷ তুলে ধরা হয়েছে হিয়ার মনকেমনের খুঁটিনাটিও ।
মান-অভিমান পেরিয়ে কীভাবে কাছাকাছি এসে পৌঁছাবে হিয়া আর অয়ন? মনকেমনের পরেই কি রয়েছে আনন্দ? এই গানে-গল্পে রয়েছে সেসবের উত্তর।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ওটিটি প্ল্য়াটফর্ম KLIKK-এ মুক্তি পেয়েছে পরিচালক জয়দীপ বন্দ্য়োপাধ্য়ায় পরিচালিত ওয়েব সিরিজ 'চিক ফ্লিক সিজন টু'। যেখানে অভিনয় করতে দেখা গেছে খরাজ মুখোপাধ্য়ায়,শাওলি চট্টোপাধ্য়ায় সহ টলি পাড়ার একাধিক চেনা মুখেদের। কমেডি-থ্রিলার ঘরানার সিরিজ 'চিক ফ্লিক সিজন ওয়ান'-ও একইভাবে পছন্দ করেছিল সিনেপ্রেমী দর্শক। এবার 'চিক ফ্লিক সিজন টু'-এ গল্প মোড় নিয়েছে নতুন দিকে। এই সিজনে দেখতে পাওয়া গেছে একাধিক নতুন মুখকেও।
তবে এই মিউজিক ভিডিওটি দর্শকের কতটা ভালোলাগে এখন অপেক্ষা সেটাই দেখার।