Hema Malini: রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় বিশেষ নৃত্যনাট্য পরিবেশন করবেন হেমা মালিনী
Hema Malini Update: অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী অযোধ্যায় নৃত্যনাট্য (Dance Drama) পরিবেশনা করবেন। একটি ভিডিও ক্লিপে নিজেই জানান সেই কথা।
নয়াদিল্লি: ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ২ দশক পার করে, রামমন্দির যখন বাস্তবে রূপ পেয়েছে, তখন তাকে ঘিরে বিজেপি (BJP) শিবিরের উদ্দীপনা চোখে পড়ার মতো। এই আবহে জানা গেল, উদ্বোধনী অনুষ্ঠানের পাঁচ দিন আগে নৃত্য পরিবেশনা করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে হেমা মালিনীর নৃত্য পরিবেশনা
অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী অযোধ্যায় নৃত্যনাট্য (Dance Drama) পরিবেশনা করবেন। হিন্দু মহাকাব্য 'রামায়ণ'-এর (Ramayana) ওপর ভিত্তি করে তৈরি নৃত্যনাট্য তিনি পরিবেশন করবেন রামমন্দির উদ্বোধনের পাঁচ দিন পূর্বে, ১৭ জানুয়ারি, বুধবার।
হেমা মালিনীর দফতরের তরফে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী রাজনীতিক নিজের অনুরাগীদের ও দর্শনার্থীদের করজোড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেখানেই তিনি জানাচ্ছেন যে নিজের দলের সঙ্গে তিনি উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানে, যার জন্য দেশ বেশ কয়েক বছর ধরে অপেক্ষায় ছিল। চোখধাঁধানো অনুষ্ঠানের ৫ দিন আগেই ১৭ জানুয়ারি তিনি একটি নৃত্যনাট্য মঞ্চস্থ করবেন, জানান ভিডিওয়।
#WATCH | BJP leader Hema Malini says, "...I am coming to Ayodhya for the first time at the time of the 'pranpratishtha' of Ram Temple for which people were waiting for years...On January 17, I'll be presenting a dance drama based on Ramayana in Ayodhya Dham..."
— ANI (@ANI) January 14, 2024
(Source: Hema… pic.twitter.com/TjY34WTFNO
গত বছরের নভেম্বর মাসে মীরাবাঈয়ের ৫২৫তম আবির্ভাব দিবস উদযাপনে, হেমা মালিনী তাঁর লোকসভা কেন্দ্র মথুরায় একটি নৃত্যনাট্য পরিবেশন করেছিলেন। সম্প্রতি তাঁকে আমির খানের মেয়ে আয়রা খানের রিসেপশন পার্টিতে দেখা যায়। ২০০৩ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন হেমা মালিনী।
আরও পড়ুন: Saayoni Ghosh: মাতৃহারা অভিনেত্রী সায়নী ঘোষ, শোকস্তব্ধ রাজনীতিক
২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রামলালার প্রাণপ্রতিষ্ঠাও হবে তাঁরই হাতে। অযোধ্যায় রামমন্দিরের যজ্ঞশালার গ্যালারিকে সাজিয়ে তুলেছেন বাঙালি শিল্পীরা। রামায়ণের বিভিন্ন কাণ্ড এবং চরিত্রদের ফুটিয়ে তুলেছেন তাঁরা। রঙিন আলোর খেলায়, তা হয়ে উঠেছে নয়নাভিরাম।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।