'Sanaa': নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল প্রতিযোগিতায় নির্বাচিত রাধিকা মদনের 'সানা'
New York Indian Film Festival: এক ২৮ বছর বয়সী মেয়ের গল্প বলে 'সানা'। মুখ্য চরিত্রে রাধিকা মদন। সেই মেয়ে অমীমাংসিত এক ট্রমা দ্বারা সৃষ্ট একটি অভ্যন্তরীণ যুদ্ধে লড়াই করে চলেছে।
!['Sanaa': নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল প্রতিযোগিতায় নির্বাচিত রাধিকা মদনের 'সানা' Actress Radhika Madan Starrer 'Sanaa' Selected For Official Competition At New York Indian Film Festival 'Sanaa': নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল প্রতিযোগিতায় নির্বাচিত রাধিকা মদনের 'সানা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/16/8900c741afefbcfd5a5505e56416354d1681644089750229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাধিকা মদন (Radhika Madan) অভিনীত আগামী ছবি 'সানা' (Sanaa) নির্বাচিত হল ২৩তম নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের (23rd New York Indian Film Festival) অফিসিয়াল প্রতিযোগিতায়। উত্তর আমেরিকার (North America) প্রাচীনতম ও সবচেয়ে মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উৎসব এটি। 'সানা'র পরিচালক জাতীয় পুরস্কার (National Award-winning director) প্রাপ্ত সুধাংশু সারিয়া (Sudhanshu Saria)। গ্লোবাল ইন্ডিয়ান কমিউনিটির একাধিক ছবি নিয়ে তৈরি এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৪ মে পর্যন্ত।
'সানা' চলল নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে
এক ২৮ বছর বয়সী মেয়ের গল্প বলে 'সানা'। মুখ্য চরিত্রে রাধিকা মদন। সেই মেয়ে অমীমাংসিত এক ট্রমা দ্বারা সৃষ্ট একটি অভ্যন্তরীণ যুদ্ধে লড়াই করে চলেছে। ছবিতে রাধিকা ছাড়াও অভিনয় করেছেন সোহম শাহ, শিখা তালসানিয়া, পূজা ভট্ট। ইতিমধ্যেই এই ছবি একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে পৌঁছে গিয়েছে। ২৬তম তালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যাল ও ৩৮তম সান্তা বারবারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হওয়া একমাত্র ভারতীয় ছবি এটি।
নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হতে পেরে উচ্ছ্বসিত পরিচালক সুধাংশু সারিয়া। তাঁর কথায়, 'নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল প্রতিযোগিতার জন্য 'সানা'র নির্বাচিত হওয়াটা বিশাল সম্মানের। এই উত্সবটি প্রবাসী ভারতীয়দের মধ্যে দীর্ঘকাল ধরে চ্যাম্পিয়ন হয়েছে, এবং আমরা এই ধরনের বৈচিত্র্যময় এবং দুর্দান্ত কাজের পাশাপাশি আমাদের চলচ্চিত্র প্রদর্শন করতে পেরে রোমাঞ্চিত। আমি উত্সবে যোগ দিতে এবং সহ-চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের সঙ্গে যুক্ত হতে পেরে উত্তেজিত।'
সুধাংশু সারিয়ার শেষ ছবি 'নক নক নক' এই চলচ্চিত্র উৎসবের ২০১৯ সালের সংস্করণের মূল প্রতিযোগিতায় অংশ নেয় এবং সেখান থেকে 'শ্রেষ্ঠ স্ক্রিনপ্লে'র পুরস্কার জেতে।
আরও পড়ুন: Hrithik Roshan: সেলফি তুলতে যেতেই ডেলিভারি বয়কে ধাক্কা হৃতিকের দেহরক্ষীর, সমালোচনার মুখে অভিনেতা
অন্যদিকে, এছাড়াও ২৫তম ইউকে এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে 'সানা'। ওই উৎসব হবে ৪ থেকে ১৩ মে পর্যন্ত।
প্রসঙ্গত, রাধিকা মদনকে সম্প্রতি তব্বু ও অর্জুন কপূরের সঙ্গে 'কুত্তে' ছবিতে অভিনয় করতে দেখা যায়। ছবিতে তাঁর অভিনয় দক্ষতা বেশ প্রশংসিতও হয়। এছাড়া ডিম্পল কপাডিয়ার সঙ্গে 'সাস বহু অউর ফ্লেমিঙ্গো' ওয়েব সিরিজও রয়েছে তাঁর কাজের তালিকায়। সম্প্রতি এই সিরিজের ট্রেলার এসেছে প্রকাশ্যে এবং এর অন্য স্বাদের গল্প অনুরাগীদের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)