Kolkata News: যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ডে'বিভাগের প্রিন্সিপালের ছবি দেওয়া নিখোঁজ পোস্টার ? কেন ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সরস্বতী পুজো নিয়ে বিতর্কের মধ্য়েই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দেখা গেছে ডে'বিভাগের প্রিন্সিপালের ছবি দেওয়া নিখোঁজ পোস্টার। গেটে লেখা, পড়ুয়াদের প্রয়োজনে প্রিন্সিপালকে পাওয়া যায় না, তাই এই পোস্টার। এরইমধ্য়ে মারাত্মক অভিযোগ করছেন প্রিন্সিপাল! তাঁর দাবি, কলেজে কাজ করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, তাঁকে জোর করে পদত্য়াগ করতে বলা হয়েছে বলেও অভিযোগ করছেন প্রিন্সিপাল।
অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা
দেখতে দেখতে ৬ টি মাস পেরিয়ে যেতে চলল সেই ভয়াবহ রাতের পর। ডিউটি-হাওয়ারে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন হত হয়েছিল তাঁর কর্মক্ষেত্রে। কলকাতা শহরের বুকে প্রথম সারির সরকারি হাসপাতালে। আগামী ৯ ফেব্রুয়ারি সেই ঘটনার ৬ মাস পূর্ণ হবে। আর সেইদিনই সেই নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। এই দিনটিকে মাথায় রেখেই অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা।
ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। সিবিআই তদন্ত করে অভয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের পিছনে একজনের হাত খুঁজে পেয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা তথ্য ও প্রমাণের ভিত্তিতে আরজি কর খুন ধর্ষণে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর আজীবন কারাদণ্ডের সাজা হয়েছে। কিন্তু এই তদন্তে কোনও ভাবেই খুশি হতে পারেননি তাঁর মা - বাবা।


















