The Girlfriend: জলের তলায় ডুবে যাচ্ছেন রশ্মিকা, প্রকাশ্যে এল 'দ্য গার্লফ্রেন্ড' ছবির প্রথম ঝলক
New Movie Update: ছবির গল্প বা প্রেক্ষাপট বা কোনও ধরনের তথ্যই প্রকাশ্যে আনা হয়নি। সবটাই এখনও গোপনে থাকলেও শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। ২০২৪ সালেই এই ছবির মুক্তি বলে জানা যাচ্ছে।
নয়াদিল্লি: পরিচালক রাহুল রবীন্দ্রন (Rahul Ravindran) প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবি 'দ্য গার্লফ্রেন্ড'-এর (The Girlfirend) প্রথম ঝলক আনলেন প্রকাশ্যে (First Look Out)। দেখা মিলল ছবিতে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার (Rashmika Mandanna) ঝলক। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হল জলের তলায় অভিনেত্রীর লুক।
প্রকাশ্যে 'দ্য গার্লফ্রেন্ড' ছবিতে রশ্মিকার ঝলক
প্রকাশ্যে আসা 'অ্যানাউন্সমেন্ট টিজার' সামনে আসার পর মনে করা হচ্ছে এই ছবি মূলত সাইকোলজিক্যাল-থ্রিলার-হরর-ক্রাইম ঘরানার হতে চলেছে। নেপথ্য কণ্ঠ শুনে মনে করা হচ্ছে এমন এক ব্যক্তির গল্প বলবে এই ছবি যে শুধুমাত্র তাঁর প্রেমিকাকেই চায় এবং আর কিছুই তাঁর কাছে জরুরি নয়।
প্রকাশ্যে আসা ভিডিওয় কোনও ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে এক কণ্ঠ। তেলুগু ভাষায় তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'আমি ওকে এতটা ভালবাসি যে ওর পরিবার বা বন্ধু কাউকেই আর প্রয়োজন নেই... ওর শুধু আমাকেই প্রয়োজন। আমি ওকে ২৪ ঘণ্টা আমার সঙ্গে চাই, শুধু আমার সঙ্গেই। কিন্তু ওকে আমার প্রেমিকা বলা বা আমার নিজের বলা অন্য উচ্চতার।'
View this post on Instagram
এই নেপথ্য কণ্ঠ শুনে যে কারও মনে হবে যে চরিত্রটি একদম নিছক 'স্টকার' ধরনের। এবং এই সংলাপের শেষের দিকেই দেখা যায় জলের তলায় রশ্মিকা মান্দান্না। প্রথমে মুখে হালকা হাসি থাকলেও তারপর নিঃশ্বাসে সমস্যা শুরু হয় এবং ধীরে ধীরে চোখ দুটি বিবর্ণ হয়ে যায়।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাহুল রবীন্দ্রন এই ছবির নাম ঘোষণা করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। লেখেন, 'এই হল আমার আগামী পরিচালনার ঘোষণা ঝলক। বিশ্বের কাছে কৃতজ্ঞ আমার নতুন ছবির কাজ শুরু করতে পারছি বলে: পজিটিভ এনার্জির উৎস রশ্মিকা মান্দান্নার সঙ্গে শ্যুটিং শুরুর তর সইছে না।'
এই ছবির ঝলক শেয়ার করেছেন রশ্মিকা মান্দান্নাও। লেখেন, 'এই গোটা পৃথিবী একাধিক প্রেম কাহিনিতে পরিপূর্ণ। কিন্তু এমন কিছু প্রেমের গল্প আছে যা কেউ কখনও না শুনেছে না দেখেছে এবং 'দ্য গার্লফ্রেন্ড' তেমনই একটি গল্প।'
ছবির গল্প বা প্রেক্ষাপট বা কোনও ধরনের তথ্যই প্রকাশ্যে আনা হয়নি। সবটাই এখনও গোপনে থাকলেও শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। ২০২৪ সালেই এই ছবির মুক্তি তবে কোনও সময় স্থির করে প্রকাশ করা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন