Rukmini Maitra: রবিবারে আলস্যে নয়, শূন্যে ঝুলে বিশেষ শরীরচর্চায় মগ্ন রুক্মিণী, কী এর বিশেষত্ব?
Rukmini Maitra Fitness Training: যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের মধ্যে জনপ্রিয় হলেও এই এরিয়াল যোগা বেশ কঠিন। একটি বিশেষ ধরণের কাপড়ে সাহায্যে, শূন্যে ব্যালেন্স করে এই যোগা করতে হয়
কলকাতা: অভিনয়ের পাশাপাশি তিনি কড়া নজর দেন শরীরচর্চাতেও। তাঁর কেরিয়ারে আসা মডেলিংয়ের হাত ধরে, তারপরে অভিনয়। তবে আজ, সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবি শেয়ার করে কার্যত তাক লাগিয়ে দিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এরিয়াল যোগা-র বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি।
যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের মধ্যে জনপ্রিয় হলেও এই এরিয়াল যোগা বেশ কঠিন। একটি বিশেষ ধরণের কাপড়ে সাহায্যে, শূন্যে ব্যালেন্স করে এই যোগা করতে হয়। অনেকেই এই যোগার ওপর ভিত্তি করে বিভিন্ন ডান্স পারফরম্যান্সও পরিকল্পনা করেন। সোশ্যাল মিডিয়ায় এই এরিয়াল যোগার একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে রুক্মিণী লিখেছেন, 'রবিবারের মোটিভেশন: ধৈর্য ধরুন, জীবনে ভারসাম্য আসবেই'। কালো পোশাকে যোগভ্যাসে মগ্ন রুক্মিণী। আর তাঁর এই ছবি দেখে অনুরাগীরা অনেকে লিখেছেন, 'দেবদাও হার মানবে তোমার ছবি দেখে'।
অনেকটা অল্প বয়স থেকেই উপার্জন শুরু করেছিলেন রুক্মিণী। পর্দার সামনে কাজ আর পড়াশোনা, এই দুটো সামলানো বেশ কঠিন। অল্প বয়সে উপার্জন করতে শুরু করলে অনেকেই দিকভ্রান্ত হয়ে যান। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেছেন, 'এই বিষয়টা নিয়ে সমস্যা আমার কখনও হয়নি। কারণ মডেলিং করার সময় প্রচুর সিনেমার অফার পেলেও আমি কাজ করিনি। ১০ বছর সিনেমার থেকে দূরে থেকেছি শুধুমাত্র পড়াশোনার জন্যই। বাবা-মা এই বিষয়ে কড়া ছিলেন। পড়াশোনা শেষ করতেই হবে। এছাড়া আমার বন্ধুরাও সবসময় যেন আমায় বাস্তবের মাটিতে টেনে নামিয়ে আনত। এত বছর পরেও কেউ যদি আমায় বলেন যে রুক্মিণীর অহংকার নেই, তার সম্পূর্ণ কৃতিত্ব আমার বাবা-মা আর বন্ধুদের। প্রথম প্রথম উপার্জন করে গোটাটাই তুলে দিতাম মা-বাবার হাতে। তারপর অবশ্য যা যা আবদার করে চেয়ে নিতাম সেটা উপার্জনের চেয়ে অনেক বেশি। তবে টাকা কখনও আমার মাথা ঘুরিয়ে দেয়নি।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।