New Romantic Song: রোম্যান্টিক গানে জুটি বাঁধছেন রূপসা ও স্যান্ডি, মুক্তির অপেক্ষায় 'বলে দাও'
'Bole Dao': 'বলে দাও', এই রোম্যান্টিক গানটি গেয়েছেন গায়ক রাজ বর্মন ও তৃষা চট্টোপাধ্যায়। অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় বলেন, 'পুরোপুরি আউটডোর লোকেশনে শ্যুটিং শেষ করেছি 'বলে দাও' গানটির।'
কলকাতা: রোম্যান্টিক গানে (Romantic Song) আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukherjee)। সঙ্গে স্যান্ডি রং। সম্প্রতি গানের শ্যুটিং শেষ হয়েছে কালিম্পঙে। গানের নাম কী? কে পরিচালক? রইল সমস্ত খুঁটিনাটি।
রোম্যান্টিক মিউডিক ভিডিওয় রূপসা ও স্যান্ডি
এবার পুরোপুরি রোম্যান্টিক গানে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় ও স্যান্ডি রং। কালিম্পঙের অপরূপ পরিবেশে শ্যুটিং শেষ হল নতুন রোম্যান্টিক গান 'বলে দাও'র। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরী।
'বলে দাও', এই রোম্যান্টিক গানটি গেয়েছেন গায়ক রাজ বর্মন ও তৃষা চট্টোপাধ্যায়। অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় বলেন, 'পুরোপুরি আউটডোর লোকেশনে শ্যুটিং শেষ করেছি 'বলে দাও' গানটির। যেখানে রাজ বর্মন ও তৃষার গলা একটা আলাদা অনুভূতি দেবে দর্শকদের।' গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী। গানের কথা লিখেছেন অম্লান ও ঋতম সেন। গানটির ভিডিওতে দেখা যাবে উত্তরবঙ্গের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন চয়ন কর্মকার। গানটির ক্রিয়েটিভ হেড হিসাবে রয়েছেন এস কে জাভেদ। এই প্রেমের গান মুক্তি পাবে "ফিউচার এন্টারটেইনমেন্ট"-এর ব্যানারে প্রযোজক অভিষেক রায়াতের প্রযোজনায়। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
এর আগে অভিনেতা স্যান্ডি রং ও অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়কে একাধিক মিউজিক ভিডিওয় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। পরিচালক ঋষি রায়চৌধুরীর কথায়, 'এটি একটি পুরোপুরি রোম্যান্টিক বাংলা গান। যার প্রতিটি লাইনে প্রেমের ইঙ্গিত দেওয়া আছে। স্যান্ডি আর রূপসার জুটিকে অন্যরকমভাবে দেখতে পাবেন দর্শক এই গানের ভিডিওয়।' খুব শীঘ্রই মুক্তি পাবে এই বাংলা রোম্যান্টিক গান 'বলে দাও'।
আরও পড়ুন: 'Harry Potter': জল্পনার অবসান, টিভি সিরিজে আসছে 'হ্যারি পটার', প্রকাশ্যে মোশন পোস্টার
অন্যদিকে, রূপসার হাতে রয়েছে আরও একাধিক কাজ। অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে ছবিতে পা রাখছেন এক নতুন মুখ। গৌরব দাস। পরিচালক এম এন রাজের (MN Raj)-এর নতুন ছবি 'জন্নত' (Jannat)-এ দেখা যাবে তাঁদের। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিশ্বনাথ বসু (Biswanath Basu), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুপ্রিয় দত্ত (Supriyo Dutta) ও তুলিকা বসু (Tulika Basu)। এই ছবির গল্প চিরপরিচিত এক প্রেমের গল্প। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন রূপসা। তাঁরই চরিত্রের নাম জন্নত (Jannat)। রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠা জন্নত পড়াশোনায় মেধাবী। একটি কর্পোরেট অফিসে চাকরিও করে সে। কিন্তু বাড়ির নিয়ম থেকে শুরু করে রক্ষণশীল পোশাক পরার রীতি, সবকিছুই মেনে চলতে হয় তাঁকে।