Alia Bhatt: অভিনয়ে বিরতি! তাহলে সদ্যোজাত সন্তানকে বাড়িতে রেখে আলিয়া চললেন কোথায়?
Bollywood Celebrity Updates: শ্যুটিং, অভিনয় থেকে তো বিরতি নিয়েছেন। তাহলে সদ্যোজাত সন্তানকে বাড়িতে রেখে কোথায় চললেন আলিয়া?
মুম্বই: সদ্য কয়েকদিন আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁর এবং রণবীর কপূরের (Ranbir Kapoor) জীবনে এসেছে কন্যা সন্তান। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনেআবদ্ধ হন দুই তারকা। চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আর চলতি বছরই তাঁদের জীবনে এসেছে সন্তান। সন্তানের জন্মের আগে থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন আলিয়া। যদিও কাজে যোগ দিয়েছেন রণবীর। কিন্তু সদ্যোজাত সন্তানকে যাতে কোনওরকম অসুখ স্পর্শ করতে না পারে, তার জন্য আগলে আগলে রেখেছেন দুই তারকা। এমনকি মেয়ের ধারেকাছে কাউকে ঘেষতে দিচ্ছেন না তাঁরা। রণবীর - আলিয়ার মেয়েকে দেখার জন্য লাগছে করোনা নেগেটিভ রিপোর্ট। তবে, এবার পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। কালো পোশাকে কোথাও যেতে দেখা গেল তাঁকে। শ্যুটিং, অভিনয় থেকে তো বিরতি নিয়েছেন। তাহলে সদ্যোজাত সন্তানকে বাড়িতে রেখে কোথায় চললেন আলিয়া?
">
কালো পোশাকে ক্যামেরাবন্দি আলিয়া ভট্ট-
সম্প্রতি পাপারাৎজ্জিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আলিয়া ভট্টের বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কালো পোশাকে গাড়িতে করে কোথাও যাচ্ছেন অভিনেত্রী। ভিডিও পোস্ট হতেই নেটজেনরা কমেন্ট করেন যে, সদ্যোজাত কন্যা সন্তানকে বাড়িতে রেখে কোথায় বললেন আলিয়া? জানা যাচ্ছে, মায়ের দায়িত্ব থেকে কিছুটা বিরতি নিয়ে বোনের জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন তিনি। এদিন জন্মদিন আলিয়া আলিয়ার বোন শাহিন ভট্টের। বোনের জন্মদিন উদযাপন করতে এদিন মা সোনি রাজদানের সঙ্গে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন - Bigg Boss 16: বদলে যাচ্ছে 'বিগ বস ১৬'-র সময়, ঘোষণা সলমন খানের
">