পাহাড়ের কোলে প্রাতঃরাশ, শীতের আমেজ, কেমন কাটছে রাজ-শুভশ্রীর ছুটি?
পাহাড়ের কোলে সন্ধে নামছে, টিমটিম করে জ্বলছে একটা মোমবাতি। ব্যালকনিতে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করছেন পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কলকাতা: পাহাড়ের কোলে সন্ধে নামছে, টিমটিম করে জ্বলছে একটা মোমবাতি। ব্যালকনিতে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করছেন পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ-শুভশ্রীর পাহাড় ভ্রমণের টুকরো টুকরো ছবি ভেসে উঠল শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টেটাসে।
খবর ছড়িয়েছিল রবিবারই। একরত্তি ইউভানের গায়ে ভারি শীত পোশাক, মাথায় টুপি। কই, কলকাতায় এত ঠাণ্ডা তো পড়েনি। তাহলে? পরের স্টেটাসেই ভেসে ওঠে কুয়াশা ঘেরা পাহাড়ের ছবি। মলদ্বীপের সমুদ্রের পর এবার পাহাড়ে পাড়ি দিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শীতের শুরুতে ঠাণ্ডার আমেজ মেখে পাহাড়ে সময় কাটাচ্ছেন টলিউডের জনপ্রিয় এই জুটি। ছুটির দিন সকালেই পাহাড়ের পথে পাড়ি দিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই যাত্রার ছবিও শেয়ার করে নেন শুভশ্রী।
গতকাল সকাল থেকেই ইনস্টাগ্রাম স্টেটাসে পাহাড়ের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তবে তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায়নি রাজ বা শুভশ্রীকে। কেবল শীত পোশাক পরা ইউভানের ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের প্রেক্ষাপটে বসে আরামে পা দোলাচ্ছে ইউভান। তার মাথায় সাদা টুপি, গায়ে উইন্ডচিটার। এরপর রাতের দিতে নিজের ও রাজের ছবিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী।
আজ ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ও রাজের একটি ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে এলাহি আয়োজনে বসে প্রাতঃরাশ সারছেন তাঁরা। আর তার ফাঁকেই হলুদ শীতপোশাকে একটি সেলফি তুলেছেন রাজ। পাশেই তাঁর সঙ্গে মাথা ঠেকিয়ে বেগুনি পোশাকে বসে শুভশ্রী। ছবি শেয়ার করে শুভশ্রী লিখলেন, 'আমার জীবন।'
একরত্তিকে যেন এক মূহুর্তের জন্যও চোখের আড়াল করতে চান না শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ছোট ছোট মজার মুহূর্ত। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভানের একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। সেখানে প্রথমে দেখা যাচ্ছে, গম্ভীর মুখে পেরাম্বুলেটারে বসে আছে ইউভান। তারপরের ভিডিওতেই দেখা যাচ্ছে, দিব্যি লাফাচ্ছে ইউভান। এরপর আরও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় খাতাকে উল্টে পাল্টে পড়ার চেষ্টা করছে ইউভান।