Adah Sharma: সম্পর্কে রয়েছেন? বিয়ে করতে চান? এই প্রথম প্রেম নিয়ে মুখ খুললেন আদাহ শর্মা
Adah Sharma on Marriage: সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদাহ শর্মা বলেছেন, তাঁর স্বপ্ন হল, বিয়ে না করে থাকা। তিনি চান বিয়ে না করেই থাকতে

কলকাতা: তিনি চিরকালই নিজের সম্পর্ককে আড়ালে রেখেছেন। তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন বা আদৌ রয়েছেন কি না, তা নিয়ে জানেন না প্রায় কেউ ই। তিনি চিরকালই চান, কথা হোক কেবলমাত্র তাঁর কাজ নিয়েই। সেই কারণেই তিনি সবসময় এগিয়ে রাখেন তাঁর কাজকে। আর হয় ও তাই। সবসময়েই উঠে আসে তাঁর কাজের কথা। এর মধ্যে একবারই কাজের বাইরে অন্য বিষয়ে শিরোনামে এসেছিলেন আদাহ শর্মা (Adah Sharma)। সেটি হল সুশান্ত সিংহ রাজপুতের বাড়ি ভাড়া নেওয়ার ঘটনায়। তবে সবাই জানতে চান, আদাহ শর্মা কি আদৌ কোনও সম্পর্কে রয়েছেন? এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন আদাহ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদাহ শর্মা বলেছেন, তাঁর স্বপ্ন হল, বিয়ে না করে থাকা। তিনি চান বিয়ে না করেই থাকতে। এটাই তাঁর স্বপ্ন। আদাহকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর বিবাহের সময় তাঁর স্বপ্নের পোশাক নিয়ে। তখনই আদাহ বলেন, তাঁর স্বপ্ন হল বিয়ে না করে থাকা। তাঁর কথায়, তিনি ইতিমধ্যেই পর্দায় এতকিছু পেয়ে গিয়েছেন, যে বিয়ের ওপর থেকে আকর্ষণ চলে গিয়েছে তাঁর। অথবা যদি বা বিয়ে হয়, তাহলে তিনি আকর্ষণ হারিয়ে ফেলবেন বিয়ের ওপর থেকে। সেই কারণেই আদাহ চান, তিনি বিয়ে না করেই থাকবেন। যদি বা তিনি বিয়ে করে ফেলেন, তাহলে তিনি বিশ্বাস করেন, তিনি জীবনের সমস্ত আনন্দই হারিয়ে ফেলবেন।'
সদ্যই এই খবর ছড়িয়ে পড়েছিল তখনই, যখন আদাহ্ প্রথমবার সুশান্ত যে বাড়িতে থাকতেন সেটি দেখতে যান। আসলে সুশান্ত বান্দ্রার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। নিজের স্বপ্নের মতো করেই সাজিয়েছিলেন তাঁর সেই বাড়ি। তবে সেখানেই শেষ হয়ে যায় তাঁর স্বপ্ন। সেই ঘর থেকেই উদ্ধার হয় সুশান্তের নিথর দেহ। সুশান্তের মৃত্যুর পরে ওই অ্যাপার্টমেন্টে নাকি থাকতে চাইতেন না কেউই। বন্ধই পড়েছিল ওই অ্যাপার্টমেন্ট। তবে হঠাৎ আদাহ্ -কে দেখা যায় ওই অ্যাপার্টমেন্টে। সেখান থেকেই জল্পনা শুরু।
সদ্য পাপারাৎজিরা আদাহ্ -কে প্রশ্ন করেন তিনি ওই বাড়িটি কিনে নিয়েছেন কি না? উত্তরে অদাহ্ জানান, তিনি ওই বাড়ি কেনেননি। সুশান্তের মতোই ওই বাড়িতে ভাড়া থাকছেন তিনি। ওই বাড়ির মালিক আসলে মিস্টার লাঘওয়ানি নামের কেউ। তাঁর কাছ থেকেই বাড়িটি ভাড়া নিয়েছেন আদাহ্ । সঙ্গে আদাহ্ মজা করে বলেন, কেরালা স্টোরি যে ৩০০ কোটি উপার্জন করেছিল তার সবটাই তিনি পাননি।






















