শ্রেয়া ঘোষাল পোস্ট করলেন 'সিডনাজ'-এর শেষ গান 'অধুরা'-এর প্রথম পোস্টার
বহুদিনই সিদ্ধার্থ শুক্লর অনুরাগীরা তাঁর শেষ মিউজিক ভিডিও 'হ্যাবিট'-এর অপেক্ষায় রয়েছেন। এই গানের নাম পরে বদলে 'অধুরা' করা হয়। গানটিতে দেখা যাবে সিদ্ধার্থ শুক্লর 'রিউমরড গার্লফ্রেন্ড' শেহনাজ গিলকেও।
মুম্বই: অনেকেই এখনও মেনে নিতে পারেননি যে অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla) আর বেঁচে নেই। সকলের প্রিয় 'বালিকা বধূ' অভিনেতা ২ সেপ্টেম্বর, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 'বিগ বস ওটিটি' ও 'ডান্স দিওয়ানে ৩'-এ তিনি যখন অতিথি হয়ে গেছিলেন তখনও তাঁকে দেখে কারও অসুস্থ বলে মনে হয়নি, এর কিছুদিন পরই তাঁর হঠাৎ মৃত্যুতে সকলেই স্তব্ধ হয়ে যায়।
'অধুরা'-এর প্রথম লুক পোস্টার (First Look Poster Of ‘Adhura’)
বহুদিন ধরেই সিদ্ধার্থ শুক্লর অনুরাগীরা তাঁর শেষ মিউজিক ভিডিও 'হ্যাবিট'-এর অপেক্ষায় রয়েছেন। এই গানের নাম যদিও পরে বদলে 'অধুরা' করা হয়েছে। গানটিতে দেখা যাবে সিদ্ধার্থ শুক্লর 'রিউমরড গার্লফ্রেন্ড' শেহনাজ গিলকেও।
সোশ্যাল মিডিয়ায় 'সিডনাজ'-এর শেষ মিউজিক ভিডিওর প্রথম পোস্টার শেয়ার করেছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। তিনি লেখেন, 'তিনি একজন তারকা ছিলেন এবং সবসময় থাকবেন। হাজার হাজার মনের ভালবাসা সবসময় উজ্জ্বল হয়ে থাকবে। হ্যাবিট আমাদের অসম্পূর্ণ গান। অধুরা ঠিকই কিন্তু তবুও পুরো হবে। সিডনাজের এই শেষ গান, প্রত্যেক অনুরাগীর ইচ্ছে, সবসময় আমাদের মনে জীবিত থাকবে।'
View this post on Instagram
পোস্টের কমেন্ট সেকশন ভরে গেছে অনুরাগীদের মন্তব্যে।
বহু প্রতীক্ষীত গানটি মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর, ২০২১। অনুরাগীদের প্রিয় সিডনাজ, এই বছরের শুরুর দিকে এই গানটির শ্যুটিং সেরেছিলেন। যদিও কিছু কিছু শ্যুটিং শেষ করা যায়নি। গানের নির্মাতারা সিদ্ধার্থ শুক্লকে শ্রদ্ধা জানিয়েই গানটি রিলিজ করার সিদ্ধান্ত নেন।
সিদ্ধার্থের মৃত্যুর পর অনেক কষ্টে নিজেকে সামলেছেন অভিনেত্রী শেহনাজ গিল। এখনও সম্পূর্ণ স্বাভাবিক না হলেও ধীরে ধীরে ফিরছেন কাজে। সম্প্রতি তাঁর আগামী ছবি 'হঁসলা রখ'-এর প্রোমোশনে দেখা যায় তাঁকে। শেহনাজকে প্রায় মাসখানেক পর স্বাভাবিক জীবনে ফিরতে দেখে খুশি অনুরাগীরাও।