Gumraah Shooting: থ্রিলার ছবি 'গুমরাহ্'-র শ্যুটিং শেষ করলেন আদিত্য-ম্রুণাল
Gumraah Shooting Wrap Up: এই ছবিতে প্রথমবার কোনও ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'মলঙ্গ' অভিনেতা আদিত্য রয় কপূরকে। অন্যদিকে ম্রুণাল এই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।
![Gumraah Shooting: থ্রিলার ছবি 'গুমরাহ্'-র শ্যুটিং শেষ করলেন আদিত্য-ম্রুণাল Aditya Roy Kapur, Mrunal Thakur wrap up upcoming crime thriller Gumraah shooting Gumraah Shooting: থ্রিলার ছবি 'গুমরাহ্'-র শ্যুটিং শেষ করলেন আদিত্য-ম্রুণাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/16/4ae232145d7c131d71189f21e905a6d41657971004_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বলিউড অভিনেতা আদিত্য রয় কপূর (Aditya Roy Kapoor) ও ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) অবশেষে শেষ করলেন তাঁদের 'গুমরাহ্' (Gumraah) ছবির শ্যুটিং। এটি ক্রাইম থ্রিলার (Crime Thriller) ঘরানার একটি ছবি।
'গুমরাহ্' শ্যুটিংয়ের ব়্যাপ আপ
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা 'টি-সিরিজ'-এর পক্ষ থেকে পোস্ট করে ছবির শ্যুটিং শেষের কথা ঘোষণা করা হয়। শেয়ার করা হয় শ্যুটিং সেট থেকে একটি ছবি। ক্যাপশনে লেখা হয়, 'একটি দুর্দান্ত সফর অবশেষে ফিনিশিং লাইনে এসে পৌঁছল। গুমরাহ্-র শ্যুট ব়্যাপ।'
পোস্ট করা ছবিতে আদিত্য ও ম্রুণালকে বাকি টিম মেম্বারদের সঙ্গে পোজ দিতে দেখা যায়। 'গুমরাহ্ ফিল্ম ব়্যাপ' লেখা একটি কেকও কাটেন তাঁরা।
View this post on Instagram
এই ছবিতে প্রথমবার কোনও ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'মলঙ্গ' অভিনেতা আদিত্য রয় কপূরকে। অন্যদিকে ম্রুণাল এই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।
আরও পড়ুন: Happy Birthday Katrina Kaif: ক্যাটের জন্মদিনে মজার পোস্টে শুভেচ্ছা 'ফোন ভূত' নির্মাতাদের
এই ছবির হাত ধরে পরিচালনায় পা রাখছেন বর্ধন কেতকর। এটি তামিল ছবি 'থড়ম'-এর অফিসিয়াল হিন্দি রিমেক। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে কাজ করেছিলেন অরুণ বিজয় ও তানিয়া হোপ। এছাড়া 'গুমরাহ্' ছবিতে প্রথম জুটি বাঁধতে দেখা যাবে আদিত্য ও ম্রুণালকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)